ডেস্ক রিপোর্টার, ২রা মার্চ।।
        ফের প্রত্যাশার অপমৃত্যু ঘটলো রাজ্যের মানুষের। বন্ধ হয়ে গেলো মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা(সিএমজেএওয়াই)।শনিবার এই নির্দেশ জারি করলো রাজ্য স্বাস্থ্য দপ্তর।নির্দেশ নামায় স্বাক্ষর করেছেন ত্রিপুরা হেলথ প্রোডাকশন সোসাইটির এক্সিকিউটিভ অফিসার।গত ২রা ফেব্রুয়ারি রাজ্য সরকার ঘটা করে সিএমজেএওয়াই- র আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলো। কেন বন্ধ হলো সিএমজেএ ওয়াই? আমলা নির্ভরতার কারণেই কি মুখ পুড়লো রাজ্য সরকারের? পুরো ঘটনার জন্য দায়ী
দপ্তরের আইএএস অফিসাররাই।অভিযোগ রাজ্য মহাকরণের অন্দরে।এই ঘটনার পেছনে মুখ্যমন্ত্রীকে কালিমালিপ্ত করার কোনো গভীর ষড়যন্ত্র না তো?
প্রশ্ন উঠছে রাজ্যের আপামর জনমনে।


মহাকরণ সূত্রের খবর, মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহাকে আমলাদের(আইএএস) দেওয়া ভুল তথ্যের কারণেই রাজ্য সরকার শেষ পর্যন্ত জন কল্যাণমুখী এই প্রকল্প আর্থিক কারণে আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
           


লোকসভা ভোটের মুখে রাজনৈতিক ভাবে এটা রাজ্য সরকারের চরম ব্যার্থতা বলেই মনে করছেন রাজনীতিকরা। এবং বিরোধীদের হাতে তুলে দিয়েছে শাসককে জব্দ করার বড় অস্ত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *