ডেস্ক রিপোর্টার, ১৮ আগস্ট।।
                  আসন্ন দূর্গা পূজাকে সামনে রেখে ধামাকা অফার ঘোষণা করেছে রাজ্যের অন্যতম প্রাচীন বস্ত্র প্রতিষ্ঠান “গৌরীশঙ্কর বস্ত্রালয়”। রাজধানীর মসজিদ রোডের এই বস্ত্র প্রতিষ্ঠার রবিবারে এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে তাদের শারদ উৎসবের নানান আকর্ষণীয় অফার ঘোষণা করেছে। কলকাতার বেলুড় মঠ রামকৃষ্ণ মিশনের মহারাজ ইন্দ্রাত্মানন্দ’র
হাত ধরে গৌরীশঙ্কার বস্ত্রালয়-র  পুজোর বিভিন্ন কালেকশান ও কেনাকাটার আনুষ্ঠানিক ভাবে শুভ সূচনা করা হয়েছে।
            আসন্ন শারদ উৎসবে গৌরীশঙ্কর বস্ত্রালয়ের কি কি অফার থাকছে? সাংবাদিক বৈঠকে তার ব্যাখ্যা দিয়েছেন সংস্থার মার্কেটিং অ্যাডভাইজার দীপক লাল। তিনি বলেন, এবার শুধু মাত্র এক হাজার টাকা কেনাকাটা করলেই গ্রাহকরা পাবেন একটি কুপন।  অর্থাৎ প্রতি হাজারে পাওয়া যাবে একটি করে কুপন। এই কুপন গুলির মধ্যেই হবে লাকি ড্র। এই লাকি ড্র’র প্রথম পুরস্কার একটি বিলাস বহুল চার চাকার গাড়ি। দ্বিতীয় পুরস্কার থাকবে দুইটি স্কুটি এবং তৃতীয় পুরস্কার থাকবে তিনটি ওয়াশিং মেশিন। এছাড়াও গ্রাহকদের জন্য থাকবে এক হাজার আকর্ষণীয় পুরস্কার। এই অফার শুরু হয়ে গিয়েছে। চলবে ২৪ অক্টোবর পর্যন্ত। আগামী ২৬ অক্টোবর লাকি ড্র’ র লটারি।


দীপক লালের বক্তব্য অনুযায়ী, রাজ্যের বস্ত্র প্রতিষ্ঠান গৌরীশঙ্কর বস্ত্রালয় ব্যাঙ্গালোর ও বেনারসে নিজস্ব শাড়ির প্রোডাকশন  ইউনিট শুরু করেছে। অর্থাৎ এই বস্ত্র প্রতিষ্ঠান এখন থেকে তৈরি করছে নিজস্ব শাড়ি । এই সকল শাড়ির সুতো, ডিজাইন, কাপড় সবই ইউনিক। একেবারেই স্বতন্ত্র। নিজস্ব ইউনিট হওয়ার সুবাদে অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় গৌরীশংকরের শাড়ি গুণগতমানের দিক থেকে যেমন খুব ভালো থাকবে, একইভাবে দামও কম হবে।


“কর্নাটকের মাইসোর সিল্ক থেকে শুরু করে পৈঠানি, বেনারসের মাশরু কাতান , টিসু বেনারসী, ব্যাঙ্গালোর সাটিন, জামদানী ব্লাউজ সহ সবই পেয়ে যাবেন একই ছাদের তলায়।” – জানিয়েছেন দীপক লাল।
      সাংবাদিক বৈঠকে গৌরীশংকর বস্ত্রালয় কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, শাড়ি কেনাকাটায় থাকছে ১০০ টাকা থেকে শুরু করে ২৫ শতাংশ পর্যন্ত ছাড়। গ্রাহকদের সুবিধার্থে প্রতিষ্ঠানের শোরুমে ফাস্ট ফ্লোরে কুর্তির জন্য থাকছে পৃথক বড় কাউন্টার।
          গৌরীশংকর বস্ত্রালয়ে এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলুড় মঠ রামকৃষ্ণ মিশনের মহরাজ ইন্দ্রাত্মানন্দ। ছিলেন ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন  ঝর্ণা দেববর্মা,বিশিষ্ট সমাজ সেবিকা  জয়া দেব,অভিনয় জগতের অন্যতম শিল্পী সায়ন্তিকা নাথ ও সমিতির সম্পাদক  জয়ন্ত সাহা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *