স্পোর্টস ডেস্ক,২০ নভেম্বর।।
           কিছু দিন আগেই ফুটবল বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে চমকে দিয়েছিল সাড়ে পাঁচ লক্ষের দেশ কেপ ভার্দে। সেই নজিরকেও টপকে গেল কুরাসাও। দেড় লক্ষ জনসংখ্যার এই দেশ পরের বছর বিশ্বকাপ খেলবে।
     গত ১৮ নভেম্বর জামাইকার সঙ্গে ড্র (০-০) করে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে কুরাসাও। কনকাকাফ থেকে বিশ্বকাপে যাচ্ছে পানামা এবং হাইতিও। নিজেদের মহাদেশীয় যোগ্যতা অর্জন পর্বে কুরাসাও অপরাজিত থেকে বিশ্বকাপে যাচ্ছে। তাদের কোচ ডিক অ্যাডভোকাট পারিবারিক কারণে দেশে ফেরায় ডাগআউটে ছিলেন না। কোচকে ছাড়াই ইতিহাস তৈরি করল কুরাসাও।
    সে দেশের ইতিহাস অনুযায়ী, গত জানুয়ারি পর্যন্ত কুরাসাওয়ের জনসংখ্যা ছিল ১,৫৬,১১৫। এর আগে ক্ষুদ্রতম দেশ হিসাবে বিশ্বকাপ খেলার নজির ছিল আইসল্যান্ডের। ২০১৮ বিশ্বকাপে খেলেছিল সাড়ে তিন লক্ষের এই দেশ। সেই নজির ছাপিয়ে গেল কুরাসাও।
     তবে পরিতাপের বিষয় দেড় লাখ জনসংখ্যার দেশ কুরাসাও খেলবে ফুটবল বিশ্বকাপ। কিন্তু দেড়শ কোটির ভারত বিশ্বকাপ ফুটবল খেলার যোগ্যতা অর্জনের স্বপ্ন দেখতে পারছে না। এটা অবশ্যই ভারতীয় ফুটবলের জন্য ভীষণ লজ্জা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *