ডেস্ক রিপোর্টার, ৯ এপ্রিল।।

             “গত ১১ বছরে, শাসক দল বিজেপি  সংবিধানের উপর ক্রমাগত আক্রমণ করে আসছে। এটি বন্ধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা সকলেই পদক্ষেপ নিতে প্রস্তুত।”- বক্তা সর্ব ভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। বুধবার আহমেদাবাদে সবরমতী নদীর তীরে এআইসিসি অধিবেশনে ভাষণ দিতে গিয়ে একথা বলেন তিনি।

   খড়গের বক্তব্য, সাম্প্রতিক বাজেট অধিবেশনে, সরকার গণতান্ত্রিক রীতিনীতি উপেক্ষা করেছে। স্পিকার প্রথমে সাংসদ রাহুল গান্ধীকে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু পরে তাকে অনুমতি দেননি। গণতন্ত্রে এটি লজ্জাজনক ঘটনা। সংসদে যদি বিরোধী দলের   সংসদদের  কথা বলতে না দেওয়া হয়, তাহলে সাধারণ মানুষের কণ্ঠস্বর কীভাবে শোনা যাবে? কিন্তু শাসক দল বারবার এটাই করছে।

  ওয়াকফ সংশোধনী আইনের আলোচনা প্রসঙ্গে খাড়গে বলেন, “গুরুত্বপূর্ণ জনসাধারণের অত্যাবশ্যকীয় সমস্যাগুলো নিয়ে আলোচনা না করে, সরকার সাম্প্রদায়িক মেরুকরণের জন্য গভীর রাত পর্যন্ত কাজ করছে।  অথচ মণিপুরের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে বিতর্কে যেতে নারাজ সরকার পক্ষ।সরকার বারবার সাধারন মানুষের কাছে কিছু একটা বিষয় লুকানোর চেষ্টা করছে। অর্থাৎ সরকার পক্ষ নিয়মিত সাধারন মানুষের সমস্যার বিষয় গুলোকে প্রত্যাখ্যান করে অন্য দিকে মোড় ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে।

#Tripura #Aicc #cong #amedabad#bjp #jm


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *