ডেস্ক রিপোর্টার, ৭ মে।।
ভারতের “অপরেশন সিঁদুর”- র পর কেঁপে উঠেছে গোটা পাকিস্তান। এখন”ছেড়ে দে মা কেঁদে বাঁচি” অবস্থা ইসলামাবাদের। এই অবস্থায় ভারতকে পাল্টা হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ। আতঙ্কগ্রস্থ শরিফ বলেন, “ভারতের এয়ার স্ট্রাইকে পর চুপ করে বসে থাকবে না পাকিস্তান। শত্রুকে কিভাবে জবাব দিতে হয় তা ভাল করেই জানে পাকিস্তান।”
পাক প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ তাঁর সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে দাবী করেছেন, ভারত পাকিস্তানের পাঁচটি জায়গায় হামলা চালিয়েছে।( যদিও ভারত দাবী করেছে পাকিস্তানের নয় জায়গাতে হামলা করা হয়েছে।)তাতে সাধারণ নাগরিকদের মৃত্যু হয়েছে। এটা পাকিস্তান মেনে নেবে না।দেশের সেনারা ভারতকে উপযুক্ত জবাব দেবে।শরীফের কথায়, ভারতের এই হামলার পর চুপ থাকবে না পাকিস্তান। যোগ্য জবাব দেওয়া হবে।পাকিস্তান কখনও শত্রুকে তাদের অসৎ উদ্দেশ্য পূরণ করতে দেবে না। ইতিমধ্যেই পাকিস্তান পাল্টা জবাব দিতে শুরু করেছে।”

পাক প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ এখন ঘরে বাইরে চাপের মুখে।পাকিস্তানের বিরোধী দলগুলি এই মুহূর্তে ভারতের সঙ্গে যুদ্ধের পক্ষে ছিলো না। বিরোধী নেতাদের অনেকেই যুদ্ধের আবহের প্রতিবাদ জানিয়ে প্রধান মন্ত্রী শাহাবাজকে কাঠ গড়ায় তুলেন। এবং সংসদ থেকে ওয়াক আউট করেন। অনেক বিরোধী সাংসদ শাহবাজ শরিফকে প্রধানমন্ত্রী মানতে নারাজ। পাকশেনার মধ্যে চলছে তীব্র বিদ্রোহ। এই পরিস্থিতিতে নিজের অবস্থান মজবুত করতে ভারতের বিরুদ্ধে সুর চড়া করতে শুরু করেছেন শাহবাজ। হাতিয়ার হিসাবে বেছে নিয়েছে যুদ্ধকেই। তাই এখন পাগলের প্রলাপ শুরু করেছেন পাক প্রধানমন্ত্রী। শাহবাজ শরিফ ভালো করেই জানেন যুদ্ধে ভারতের সঙ্গে পেরে উঠতে পারবে না। তারপরও ইসলামাবাদে বসে হুঙ্কার দিয়েছেন শাহাবাজ।
#India #Pakistan #War #Narendr Modi# Sahabaj #Sharif#JM