ডেস্ক রিপোর্টার, ৮ মে।।
জল – স্থল ও অন্তরীক্ষে সর্বত্রই পাকিস্তানকে প্রত্যাঘাত করছে ভারত। কখনো নদীর জল শুকিয়ে দিয়ে আবার কখনো বাঁধ ছেড়ে দিয়ে পাকিস্তানকে শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। সংবাদ সংস্থার খবর অনুযায়ী, বুধবার রাত থেকে কাশ্মীরের চেনাব নদীর উপর তৈরি রিয়াসির সালাল বাঁধে থাকা গেট খোলা অবস্হায় দেখা যাচ্ছে। এর ফলে ভেসে যাচ্ছে ওপারের পাকিস্তান। নদীর জলে তলিয়ে যাচ্ছে মানুষ, সহ বাড়িঘর, কৃষি জমি, রাস্তা ঘাট ।পাকিস্তান কোনো ভাবেই চানাব নদীর জল রুখতে পারচে না। অর্থাৎ এবার পাকিস্তানকে জল খাইয়ে মারার পরিকল্পনা নিয়েছেন মোদীর ভারত। তাতেও সফল নয়া দিল্লি।ভারতের এই সিদ্ধান্তে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আরোও ব্যাকফুটে চলে গিয়েছে বলেই মনে করছেন আন্তর্জাতিক কূটনৈতিকরা।

পহেলগ্রামের জঙ্গি হামলার পর ভারত সিন্ধু জল চুক্তি স্থগিত করে দিয়েছিল।
পহেলগ্রামের জঙ্গি হামলার পর ভারত সিন্ধু জল চুক্তি স্থগিত করে দিয়েছিল। এরপর কমে গিয়েছিল পাকিস্তানের চেনাব নদীর জলস্তর। জলস্তর পৌঁছে গিয়েছিল হাঁটুতে। তার কারণ ভারত রিয়াসির সালাল বাঁধ বন্ধ করে দিয়েছিল।এরফলে ভারতের সীমানায় থাকা নদীর জলের স্তর বেড়ে যায়। অর্থাৎ ভারত পর্যাপ্ত জল জমিয়ে এর পর সালাল বাঁধে গেট খুলে দেয়।
পহেলগ্রামের ঘটনার পর ভারতের যুক্তি ছিলো, নদীর পলি সরানোর পর জলাধার গুলি পুনরায় পূরণ করতে বাগলিহার এবং সালাল বাঁধের গেটগুলি বন্ধ করে দেওয়া হয়েছিল। তাতেই চেনাব নদীর নিম্নাঞ্চল, বিশেষ করে আখনুর সেক্টরে, জলস্তর উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছিল।
আন্তর্জাতিক কূটনৈতিকরা বলছেন, ভারত এয়ার স্ট্রাইক করার আগেই সিন্ধু জল চুক্তি স্থগিত করে পাকিস্তানের মেরুদণ্ড ভেঙে দিয়েছিল।এবার ভারত – পাকিস্তানের সেনা সরাসরি যুদ্ধ ক্ষেত্রে সন্মুখ সমরে। তার মধ্যে ভারত – পাক সীমান্তে থাকা নদী গুলির বাঁধের গেট খুলে দিয়ে পাকিস্তানকে চিরতরে নরকে পাঠানোর ব্যবস্থা করে দিয়েছে।
#India#Pakistan#SalalDam #Reasi#open gate#IndusWatersTreaty #OperationSindoor#JM