ডেস্ক রিপোর্টার,৩১ জুলাই।।
মালেগাঁও বিস্ফোরণ মামলায় বিজেপির প্রাক্তন সাংসদ প্রজ্ঞা সিংহ ঠাকুর ওরফে সাধ্বী প্রজ্ঞা-সহ সাত অভিযুক্তকেই বেকসুর খালাস ঘোষণা করলো মুম্বইয়ের বিশেষ এনআইএ আদালত। সাত জনই অবশ্য জামিনে মুক্ত ছিলেন। এ বার এই মামলা থেকেও নিষ্কৃতি পেলেন তাঁরা। বৃহস্পতিবার বিচারক একে লাহোটি এই মামলার রায় ঘোষণা করেন। বিচারক লাহোটি জানিয়েছেন, সন্দেহের বশে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছিলো। মালেগাও বিস্ফোরণে সাধ্বী প্রজ্ঞা-সহ বাদবাকি সাত জন যে জড়িত, তার কোনো সুনির্দিষ্ট কোনো প্রমাণ পাওয়া যায় নি।বিচারক একে লাহোটি বলেন, মালেগাঁও বিস্ফোরণ সমাজে এটা একটা ভয়াবহ ঘটনা। কিন্তু কেবল নৈতিকতার যুক্তিতে আদালত কাউকে দোষী সাব্যস্ত করতে পারে না।”
২০০৮-র ২৯ সেপ্টেম্বর রাতে মহারাষ্ট্রের নাসিক জেলার মালেগাঁও শহরে এক বিস্ফোরণে সাত জনের মৃত্যু হয়। ঘটনায় আহত হয়েছিলেন একশোরও বেশি।মালেগাঁও শহরে মসজিদ লাগোয়া কবরস্থানে একটি মোটরসাইকেলে দু’টি বোমা রাখা ছিল। তাতেই বিস্ফোরণ ঘটেছিল। এই ঘটনার পর প্রজ্ঞা সিংহ ঠাকুর ওরফে সাধ্বী প্রজ্ঞা সহ সাত জনের বিরুদ্ধে অভিযোগ উঠে। তদন্তে উঠে আসে, যে মোটর সাইকেলে বোমা রেখে বিস্ফোরণ করা হয়েছিল সেই মোটর সাইকেলটি সাধ্বী প্রজ্ঞার।
২০১১ সালে মালেগাঁও বিস্ফোরণ মামলা জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র কাছে যায়। তার পর আদালতে একাধিক চার্জশিট এবং অতিরিক্ত চার্জশিট জমা পড়ে। ২০১৮ সালে বিচারপ্রক্রিয়া শুরু হয় এবং সাত অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। ২০১৯ সালে বিচার প্রক্রিয়া স্থগিত করে দিয়েছিলেন বিচারক। এবছর লোকসভা নির্বাচনে সাধ্বী প্রজ্ঞাকে মধ্যপ্রদেশের ভোপাল থেকে টিকিট দেওয়া হয়েছিল। তিনি জয়ী হয়েছিলেন। যদিও ২৪ সালে প্রজ্ঞাকে বিজেপি আর টিকিট দেয় নি। শেষ পর্যন্ত দীর্ঘদিন এই মামলা আদালতে চলার পর তা থেকে নিষ্কৃতি পেলেন বিজেপির প্রাক্তন সাংসদ প্রজ্ঞা সিংহ ঠাকুর।
