ডেস্ক রিপোর্টার, ৮ এপ্রিল।।
দেশীয় সিপিআইএমের সর্ব উচ্চ নীতি নির্ধারক কমিটি পলিটব্যুরোতে মানিক যুগের অবসান।শুরু হলো জিতেন যুগ। তামিলনাড়ুর মাদুরাইতে সিপিআইএমের সদ্য সমাপ্ত পার্টি কংগ্রেসে পলিটব্যুরোতে জায়গা।পেয়েছেন রাজ্য সিপিআইএম সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। সোমবার তিনি তামিলনাড়ু থেকে রাজ্যে এসে এই তথ্য নিশ্চিত করেছেন।
জিতেন্দ্র চৌধুরী বলেন, এখন তার উপর আরো বেশি দায়িত্ব অর্পণ করা হয়েছে।তিনি চেষ্টা করবেন নিষ্ঠার সঙ্গে এই দায়িত্ব পালন করতে। রাজ্য ও দেশের বিজেপি সরকারের প্রসঙ্গ টেনে বলেন, গোটা দেশেই রাজনীতির পরিমন্ডল অস্থির হয়ে উঠেছে। এই অস্থির রাজনীতি থেকে মানুষকে পরিত্রাণ দিতে একমাত্র বিকল্প শক্তি সিপিআইএম।
প্রসঙ্গত, প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী নৃপেণ চক্রবর্তী ছিলেন পলিটব্যুরোর সদস্য।তার পর দীর্ঘ সময় পলিটব্যুরোতে রাজ্যের প্রতিনিধি ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এখন এই ব্যাটন এসে পৌঁছেছে জিতেন্দ্র চৌধুরীর হাতে।
#Tripura #Politics##Agartala #Cpim #JM