ডেস্ক রিপোর্টার,১৭ সেপ্টেম্বর।।
        প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫ তম জন্মদিন। দেশ ও বিশ্বজুড়ে শুভেচ্ছা বার্তা আসছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে শাসকদলের নেতৃত্ব তো বটেই প্রধানমন্ত্রীকে শুভেচ্ছায় ভরালেন বিরোধী দলের নেতারাও। একে একে শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শুধু তাই নয়, গোটা বিশ্ব থেকে অভিনন্দন জানানো হয়েছে প্রধানমন্ত্রী মোদীকে। তালিকায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীরা। প্রধানমন্ত্রী মোদীর ৭৫তম জন্মদিনে, তাঁর দীর্ঘ ও সুস্থ জীবনের জন্য দেশজুড়ে প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে।

    বুধবার প্রধানমন্ত্রীর ৭৫ তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। কঠোর পরিশ্রম ও আপনার অসাধারণ নেতৃত্বের মাধ্যমে, আপনি দেশে বড় লক্ষ্য অর্জনের সংস্কৃতি স্থাপন করেছেন।
      এদিন সকালে এক্স পোস্টে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানান, ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা। দূরদর্শী নেতৃত্ব, দেশের প্রতি নিষ্ঠা এবং অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে, মোদীজি ভারতকে নতুন শক্তি এবং নতুন দিকনির্দেশনা দিয়েছেন।

  লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক্স পোস্টে মল্লিকার্জুন খাড়গে লিখেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে শুভেচ্ছা। তিনি সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু লাভ করুন।’ অন্যদিকে, রাহুল গান্ধী এক্স বার্তায় বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে সুস্বাস্থ্য কামনা করছি।’
  কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতা রমণ বলেছেন, ‘জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘায়ু কামনা করছি। ভারতের স্বার্থকে সর্বোপরি প্রাধান্য দেওয়ার তাঁর অটল অঙ্গীকার আমাদের জনগণ স্বীকৃতি দিয়েছে, যারা তাঁকে আশীর্বাদ করছে। তাঁর নেতৃত্ব সকল ভারতীয়ের জন্য স্থিতিশীলতা, দৃষ্টিভঙ্গি এবং অগ্রগতি প্রদান করেছে।’
  কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ‘প্রধানমন্ত্রী তাঁর জীবন দেশের সেবায় নিবেদন করেছেন। আমি তাঁকে শুভেচ্ছা জানাই এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে তিনি দীর্ঘ ও সুস্থ জীবন দান করুন।
   প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ভারতজুড়ে বিভিন্ন স্থানে সেবামূলক কর্মসূচি আয়োজন করা হচ্ছে। বিজেপি ‘সেবাপক্ষ’ নামে এই দিনটি পালন করছে। একদিকে যেমন ট্রাম্প ও মেসির মতো আন্তর্জাতিক ব্যক্তিত্বদের বার্তা আসছে।(এইচ.টি)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *