ডেস্ক রিপোর্টার, ১লা জুলাই।।
“বিজেপির লোকেরা কান খুলে শুনে রাখুন, এর আগে কর্নাটকে আপনারা ভোট চুরি করে অ্যাটম বোম দেখেছেন, এবার আপনারা বিহারে হাইড্রোজেন বোমা দেখবেন। আমি গ্যারান্টি দিচ্ছি। হাইড্রোজেন বোমার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর মুখ দেখাতে পারবেন না…।’ — বক্তা দেশের বিরোধী দল নেতা রাহুল গান্ধী। বিহারের ২৫ টি জেলায় ১৬ দিন ব্যাপী মোট ১৩০০ কিলোমিটার অতিক্রম করে সোমবার পাটনার গান্ধী ময়দানে সমাপ্ত হয়েছে রাহুল গান্ধীর ‘ভোটার অধিকার যাত্রা।’ এর সমাপ্তি অনুষ্ঠানেই বিজেপিকে এই হুঙ্কার দিয়েছেন রাহুল গান্ধী।
রাহুল বলেন, ‘যারা মহত্মা গান্ধীর হত্যা করেছে, এখন সেই শক্তিই দেশের সংবিধানের হত্যা করতে মরিয়া। যাই হয়ে জাক না কেন, আমরা সংবিধানের হত্যা করতে দেব না। ভোট চোর, গদি ছোড়’ স্লোগান তুলে বিহারের বিশেষ যাত্রা শুরু করেছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সোমবার যাত্রার অন্তিম দিনে চিনেও ‘ভোট চোর, গদি ছোড়’ স্লোগান উঠেছে বলে দাবি করেছেন তিনি। ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্যে করে কংগ্রেস নেতা বলেন, ‘এমনকী চিনেও মানুষ ভোট চোর, গদি ছোড় স্লোগান তুলেছেন।’ যাত্রার শেষদিনে বিহারে কংগ্রেসের ‘জমি পুনরুদ্ধারে’ পূর্ণ উদ্যমে ময়দানে নেমে পড়েন রাহুল। ।কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিহারের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের প্রতিবাদী যাত্রার অন্তিম লগ্নে উপস্থিত ছিলো তৃণমূল, শিবসেনা, এনসিপির মত ইন্ডিয়া জোটের শরিক দলের প্রতিনিধিরা।