স্পোর্টস ডেস্ক,৬ মে।।
আবারও বৃষ্টির থাবা। এবার প্রথম ডিভিশন লিগ ক্রিকেটের সুপার ফোরে। বৃষ্টির জন্য প্রথম দিনের শেষ বেলা খেলা হয়নি। ম্যাচের যা গতিপ্রকৃতি তাতে কসমোপলিটন ক্লাবকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিতে চলেছে শতদল সংঘ। টি আই টি মাঠে অনুষ্ঠিত ম্যাচে প্রথম দিনের শেষে কসমোপলিটনের গড়া ১৭৩ রানের জবাবে শত দল সংঘ কোনও উইকেট না হারিয়ে ৩১ রান করে। শতদল সংঘের মিজানুর রহমান পোদ্দার চারটি উইকেট দখল করেন। ম্যাচে ঘুরে দাঁড়াতে হলে বুধবার সকালে কসমোপলিটনের বোলারদের জলে উঠতেই হবে। নতুবা খেতাবের দৌড় থেকে কিছুটা হলো পিছিয়ে পড়বে। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে কসমোপলিটন ক্লাব ৪৯.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৭৩ রান করে। দলের বেশ কয়েকজন ব্যাটসম্যান সেট হয়েও কার্যত উইকেট ছুড়ে দিয়ে আসে। ফলে বড় স্কোর গড়তে ব্যর্থ হয় কসমোপলিটন। দলের পক্ষে দেবজিৎ সাহা ৭০ বল খেলে ছয়টি বাউন্ডারি সাহায্যে ৩২, দীপঙ্কর ভাটনগর ৪৩ বল খেলে চারটি বাউন্ডারির সাহায্যে ২৩, সৌরভ কর ৩৪ বল খেলে চারটি বাউন্ডারির সাহায্যে ২২, তন্ময় দাস ৪৬ বল খেলে দুটি বাউন্ডারি সাহায্যে ২১ এবং দলনায়ক শংকর পাল ১৬ বল খেলে দুটি বাউন্ডারির সাহায্যে ১৮ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৫ রান। শতদল সংঘের পক্ষে মিজানুর রহমান পোদ্দার ২৬ রান দিয়ে চারটি এবং দলনায়ক ভিকি সাহা ৩৭ রানে তিনটি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে শতদল সঙ্ঘ ছয় ওভারে কোনও উইকেট না হারিয়ে ৩১ রান করে। এরপরই শুরু হয় মুষলধারে বৃষ্টি। খেলা যখন বন্ধ হয় তখন শতদলের পক্ষে দ্বীপজ্যোতি পাল ২৩ বল খেলে তিনটি বাউন্ডারির সাহায্যে ২১ রানে এবং দিপজয় দেব ১৩ বল খেলে একটি বাউন্ডারির সাহায্যে ১০ রানে অপরাজিত রয়েছেন। শতদল সংঘ এখনো ১৪২ রানে পিছিয়ে রয়েছে।
#Tripura #Cricket #Super #Four ##jm
