স্পোর্টস ডেস্ক,৯ মে।।
ধীমানজিৎ দাসের অলরাউন্ড পারফরম্যান্স। তাতেই বড় ব্যবধানে জয় পেলো বিবেকানন্দ প্লে সেন্টার। ১৫৫ রানে পরাজিত করলো ইয়ং ব্লাড ক্লাবকে। ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র ক্লাব লীগ ক্রিকেটে। শুক্রবার ভগৎ সিং মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে বিবেকানন্দ প্লে সেন্টার ৩২১ রান করে। দলের পক্ষে ধীমানজিৎ দাস ৯৬ বল খেলে ১২টি বাউন্ডারি ও ১২টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৪৫, সাগর দাস ১০৯ বল খেলে ১০ বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারির সাহায্যে ৯২ এবং সৌরভ মালাকার ৩৩ বল খেলে পাঁচটি বাউন্ডারির দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৪ রান করেন। জবাবে খেলতে নেমে ইয়ং ব্লাড ক্লাব ১৬৬ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে শুভঙ্কর ঘোষ ৩৮ বল খেলে তিনটি বাউন্ডারির ও দুটি ওভার বাউন্ডারের সাহায্যে ৩৩, প্রীতম নাথ ২২ বল খেলে তিনটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ২৭, চিরন্তন দেব ১৪ বল খেলে তিনটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ২৬ এবং পিনাক চৌধুরী ২৩ বল খেলে তিনটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি সাহায্যে ২২ রান করেন। বিবেকানন্দ প্লে সেন্টারের পক্ষে আশীষ দাস ২০ রানে পাঁচ উইকেট দখল করেন। নেতাজি নগর স্কুল মাঠে অপর ম্যাচে বীণাপানি সেবক সংঘ পাঁচ উইকেটে পরাজিত করে ডি এম কলোনিকে। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে ডি এম কলোনী ১৪৮ রান করে। দলের পক্ষে সুরজ দাস ৩১ বল খেলে পাঁচটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি সাহায্যে ২৮, উত্তম সূত্রধর ৫২ বল খেলে তিনটি বাউন্ডারি সাহায্যে ২৬ এবং সুশান্ত রায় ৩৩ বল খেলে দুটি বাউন্ডারি ও একটি বাউন্ডারি ২৮ রান করেন। জবাবে খেলতে নেমে বীণাপানি সেবক সংঘ পাচ উইকেট হারিয়ে ১৩৭ রান করার পর প্রতিপক্ষ দল খেলতেও স্বীকার করে। ফলে বিনাপানি সেবক সংঘ দলকে জয়ী ঘোষণা করা হয়। বিজয়ী দলের পক্ষে অভি দাস ৫৭ বল খেলে চারটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৭, সুমন নন্দী ৩৮ বল খেলে একটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ২৪ এবং নির্মল রুদ্র পাল ১৭ বল খেলে চারটি বাউন্ডারির সাহায্যে ২৩ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ৩৮ রান।
#Tripura #Sports#cricket#jm

