ডেস্ক রিপোর্টার,২৬ আগস্ট
     উদয়গিরি এবং হিমগিরিকে আনুষ্ঠানিকভাবে ভারতের সামরিক বাহিনীতে অন্তর্ভুক্ত করার পরে নৌসেনাকে অভিনন্দন জানিয়ে প্রতিরক্ষা মন্ত্রী আমেরিকাকে খোঁচা দিয়ে বলেন, ‘আপনারা এফ-৩৫ যুদ্ধজাহাজ নিয়ে এলেন। একটা দেশের  কাছে উড়ন্ত এফ-৩৫ আছে। আর আপনারা ভাসমান এফ-৩৫ তৈরি করে ফেলেছেন। সেটাও ভারতে তৈরি করা হয়েছে।’ উল্লেখ্য, আমেরিকার এফ-৩৫ যুদ্ধবিমান স্টেলথ এবং গতির জন্য পরিচিত।
  প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, সম্পূর্ণভাবে ভারতেই তৈরি করা হয়েছে দুটি রণতরী। উদয়গিরি এবং হিমগিরিতে যে অস্ত্রশস্ত্র এবং সেন্সর আছে, তাতে দুটি রণতরীই ‘সমুদ্রের অপরাজেয় রক্ষাকর্তা’ হয়ে উঠবে।  খবর অনুযায়ী, বহু দূরে আঘাত হানতে সক্ষম অস্ত্র, সারফেস-টু-সারফেস মিসাইল, রকেট লঞ্চার, টর্পেডো লঞ্চার, কমব্যাট ম্যানেজমেন্ট সিস্টেমের মতো অত্যাধুনিক ব্যবস্থা আছে উদয়গিরি এবং হিমগিরিতে।


উদয়গিরি হল প্রজেক্ট ১৭এ স্টেলথ ফ্রিগেটের অধীনস্থ দ্বিতীয় রণতরী। যা তৈরি করেছে মুম্বইয়ের মাঝগাঁও ডক শিপবিল্ডার্স লিমিটেড। হিমগিরি আবার তৈরি করেছে কলকাতার গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারসে।যা প্রথম কলকাতার রাষ্ট্রায়ত্ত সংস্থার তৈরি করা প্রথমে পি১৭এ ক্যাটেগরির রণতরী। দুটি ফ্রিগেটের নামকরণ করা হয়েছে আইএনএস হিমগিরি  অর্থাৎ এফ৩৪ এবং আইএনএস উদয়গিরির অর্থাৎ এফ৩৫নামে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *