ধর্মনগর ডেস্ক,।। ত্রিপুরার অন্যতম বিশ্বস্ত ও খ্যাতনামা গয়নার ব্র্যান্ড স্বর্ণকমল জুয়েলার্স ধর্মনগরে তাদের নতুন শোরুমের গৌরবময় উদ্বোধন করল। শুভ মুহূর্তে ফিতা কেটে দ্বারোদ্ঘাটন করেন রামকৃষ্ণ মিশন, শ্রীভূমি-র মহারাজ স্বামী প্রেমঘনানন্দ, যিনি এই অনুষ্ঠানে উপস্থিত থেকে নতুন পথচলাকে আশীর্বাদময় করে তুলেছেন। ত্রিপুরা জুড়ে গ্রাহকদের অকুণ্ঠ ভালোবাসা ও বিশ্বাসের প্রতিদানে, স্বর্ণকমল জুয়েলার্স এবার উত্তর ত্রিপুরার মানুষের সুবিধার্থে ধর্মনগরে পদার্পণ করল।
গ্র্যান্ড লঞ্চ উপলক্ষে স্বর্ণকমল জুয়েলার্স ঘোষণা করেছে বিশেষ উদ্বোধনী অফার: • সোনার গয়নায় মেকিং চার্জে ৩৫ শতাংশ ছাড় অথবা প্রতি গ্রামে ₹৫৭৫ ছাড় • হীরের গয়নায় মেকিং চার্জ একেবারে ফ্রি (একশ শতাংশ ছাড়) এবং প্রতি গ্রামে ₹৩০০ ছাড় • প্রত্যেক ক্রয়ে নিশ্চিত উপহার ও স্বর্ণমুদ্রা
শুধু তাই নয়, ক্রেতাদের জন্য থাকছে রোমাঞ্চকর মেগা ড্র, ডেইলি লাকি ড্র এবং বাম্পার লাকি ড্র, যেখানে রয়েছে দারুণ পুরস্কার জেতার সুযোগ, যা কেনাকাটার আনন্দকে বহুগুণে বাড়িয়ে তুলবে।
ধর্মনগর শোরুমের মাধ্যমে উত্তর ত্রিপুরার মানুষকে সেরা সোনা ও হীরের গয়না উপহার দেবে স্বর্ণ কমল।
এই মহতী মুহূর্তে স্বর্ণকমল জুয়েলার্স-র কর্তৃপক্ষ তাঁদের কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমাদের গ্রাহকদের ভালোবাসা ও বিশ্বাসই আমাদের এগিয়ে নিয়ে যায়। ধর্মনগর শোরুমের মাধ্যমে উত্তর ত্রিপুরার মানুষকে আমাদের সেরা সোনা ও হীরের গয়নার সংগ্রহ এবং অসাধারণ অফার পৌঁছে দিতে পেরে আমরা সত্যিই আনন্দিত।” নতুন শোরুমে গ্রাহকরা পাবেন স্বর্ণকমল জুয়েলার্স-এর ঐতিহ্যবাহী অঙ্গীকার – শুদ্ধতার সার্টিফিকেট, নিখুঁত কারুকার্য এবং স্বচ্ছ মূল্যনীতি, যা প্রতিটি গয়নাকে আস্থা ও ঐতিহ্যের প্রতীক করে তোলে।
।নতুন শো – রুমে প্রতিষ্ঠানের কর্ণধার সহ অতিথিরা।
স্বর্ণকমল জুয়েলার্স প্রতিশ্রুতিবদ্ধ – ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মেলবন্ধনে চিরন্তন গয়না তৈরি করতে।
স্বর্ণকমল জুয়েলার্স ২০০০ সালে প্রতিষ্ঠিত, স্বর্ণকমল জুয়েলার্স আজ ত্রিপুরার ঘরে ঘরে আস্থার নাম। আসল কারুকার্য, খাঁটি গুণমান ও গ্রাহকপ্রথম মনোভাবের কারণে এই ব্র্যান্ড সমাদৃত। রাজ্যের বিভিন্ন প্রান্তে দৃঢ় উপস্থিতি রেখে, স্বর্ণকমল জুয়েলার্স প্রতিশ্রুতিবদ্ধ – ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মেলবন্ধনে চিরন্তন গয়না তৈরি করতে।