ডেস্ক রিপোর্টার,২ আগস্ট।।
বিহারে খসড়া ভোটার তালিকায় নাম নেই সে রাজ্যের বিরোধী দলনেতা তেজস্বী যাদবের। শনিবার একটি সাংবাদিক বৈঠক করে নিজেই এই কথা জানিয়েছেন তিনি। লালুপ্রসাদ যাদবের পুত্র জানিয়েছেন, কমিশনের অ্যাপে ভোটার কার্ডে থাকা এপিক নম্বর দিয়ে নাম খোঁজার চেষ্টা করছিলেন তিনি। কিন্তু বার বার লাল কালির লেখা স্ক্রিনে ভেসে উঠে জানান দিচ্ছিল, এই সংক্রান্ত কোনও তথ্য পাওয়া যাচ্ছে না। তার পরেই খানিক বিদ্রুপের সুরে তিনি বলেন, “ভোটার তালিকায় আমার নিজেরই নাম নেই। এই পরিস্থিতিতে আমি ভোটে লড়ব কী ভাবে?
তেজস্বী যাদবের অভিযোগের ভিত্তিতে মুখ খুলেছে কমিশন। তেজস্বীর দাবি খারিজ করে কমিশন জানিয়েছে, ক্রমিক নম্বর ৪১৬-তে তেজস্বীর নাম রয়েছে। তাই তেজস্বীর দাবিকে মিথ্যা বলে জানানো হয়েছে কমিশনের তরফে। কমিশনের দেওয়া তালিকায় তেজস্বীর এপিক নম্বর আরএবি০৪৫৬২২৮। অন্য দিকে, সাংবাদিক বৈঠকে তেজস্বী নিজেই জানান তাঁর ভোটার কার্ডে থাকা এপিক নম্বর আরএবি২৯১৬১২০।
প্রসঙ্গত,বিহারে বিধানসভা ভোটের আগে ‘বিশেষ নিবিড় সমীক্ষা’ (স্পেশ্যাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) চালাচ্ছে জাতীয় নির্বাচন কমিশন। শুক্রবার দুপুরে সংশোধিত খসড়া ভোটার তালিকা প্রকাশ কমিশন। তাতেই ভোটার তালিকায় বাদ পড়েছে ৬৫ লক্ষের বেশি ভোটারের নাম।
