ডেস্ক রিপোর্টার, ৯ অক্টোবর।।
জনজাতি শিক্ষার অগ্র যাত্রায় আরেকটি নতুন মাইলফলক। জম্পুইজলায় নবনির্মিত ৪৮০ আসন বিশিষ্ট একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ের শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।
বৃহস্পতিবার স্কুলের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, এই বিদ্যালয়টি শুধুমাত্র একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি রাজ্য সরকারের শিক্ষার মাধ্যমে জানাজাতি সমাজের সার্বিক উন্নয়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত। বর্তমান সরকারের সক্রিয় প্রচেষ্টায় প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীরা আধুনিক সুযোগ-সুবিধাসহ মানসম্মত শিক্ষার পরিকাঠামো পাচ্ছেন।রাজ্য সরকার বিশ্বাস করে শিক্ষিত ও আত্মনির্ভর সমাজই টেকসই উন্নয়নের মূলভিত্তি। এই উদ্যোগ সেই লক্ষ্যেই এক দৃঢ় পদক্ষেপ।
