তেলিয়ামুড়া ডেস্ক, ১লা মার্চ।।
শিক্ষক শিক্ষিকারা ছাত্র-ছাত্রীদের মধ্যে মিড ডে মিল না দেওয়ায় খিদের জ্বালায় ছাত্র-ছাত্রীরা বিদ্যালয় ছুটি হওয়ার আগেই ঘরমুখী। ঘটনা তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী বিদ্যালয় পরিদর্শকের অধীন কাকড়াছড়া এডিসি ভিলেজর হাজরা বাড়ি সিনিয়র বেসিক স্কুলে শনিবার।
রাজ্যের এমন এলাকার রয়েছে যেখানকার মানুষের অন্ন বস্ত্র বাসস্থানের জন্য প্রতিনিয়তি সংগ্রাম করতে হচ্ছে। এমনই একটি প্রত্যন্ত এলাকা রয়েছে যেখানে বসবাসকারী মানুষজনদের মধ্যে বেশিরভাগ বসবাসকারী অন্ন বস্ত্র বাসস্থানের জন্য প্রতিনিয়তি জীবন যুদ্ধে সংগ্রাম করতে হচ্ছে। তেলিয়ামুড়া শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার পাহাড়ি পথ পেরিয়ে প্রত্যন্ত এলাকা বলে সুপরিচিত হাজরা বাড়ি এলাকা। ওই এলাকার বসবাসকারী জনজাতি অংশের মানুষদের শিক্ষিত করার জন্য চালু হাজরা বাড়ি সিনিয়র বেসিক বিদ্যালয়টি। বর্তমানে এই বিদ্যালয়ে ৫০-এর অধিক ছাত্র- ছাত্রী রয়েছে। শনিবার ৫০-এর অধিক ছাত্র-ছাত্রীর মধ্যে ৪০ জনের অধিক ছাত্র-ছাত্রীরা স্কুলে উপস্থিত হয়েছিল।

বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীরা উপস্থিত হয়ে জানতে পারে শনিবার মিড ডে মিল রান্না করা হচ্ছে না। কারণ মিড ডে মিল রান্না করার যেই মহিলা রয়েছে তিনি বিদ্যালয়ে আসেনি। এই খবর জানতে পেরে ছাত্র-ছাত্রীরা স্কুল ছুটি হওয়ার আগে খিদের জ্বালায় স্কুল থেকে এক এক করে সকলেই ঘরমুখী হয়ে পড়ে। কারণ, এমন অনেক ছাত্র-ছাত্রী রয়েছে যারা মিড ডে মিলের উপর নির্ভর থাকতে হয় একবেলা খাবারের জন্য।

বিদ্যালয়ে গিয়ে আরো চিত্র ধরা পড়েছে, ৪০ জন ছাত্রছাত্রীর জন্য মিড ডে মিল রান্না তৈরীর সামগ্রী ছাত্র-ছাত্রীদের তুলনায় খুবই স্বল্প। তবে কি প্রতিদিন ছাত্র-ছাত্রীদের মিড ডে মিলের নিয়ম-কানুন তোয়াক্কা করছে না বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা।
এখন দেখার বিষয় এই সংবাদ প্রকাশের পর রাজ্যের শিক্ষা দপ্তর কি ভূমিকা গ্রহণ করে বিদ্যালয়ে কর্মরত শিক্ষক শিক্ষিকাদের প্রতি।