গোটা রাজ্যে বিজেপির সদস্যতা অভিযানকে সফল করতে রাজ্য স্তরে পাঁচ সদস্যের একটি টিম গঠন করা হয়েছে। এই টিমের প্রধান রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক তথা বিধায়ক ভগবান দাস।

।।বিধায়ক ভগবান দাস।।

“প্রদেশ বিজেপির সদস্যতা অভিযান পর্বকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গত ২৮ আগস্ট রাজ্য স্তরে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছিল এই কর্মশালায় উপস্থিত ছিলেন রাজ্যের  মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা।সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক দুষ্ণত কুমার গৌতম এবং প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য্য।”

ডেস্ক রিপোর্টার,২ সেপ্টেম্বর।।
          গোটা দেশের সঙ্গে রাজ্য বিজেপির সদস্যতা অভিযান শুরু হবে। সোমবার বিকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপির দিল্লির  সদর কার্যালয় থেকে সদস্যতা অভিযানের শুভ সূচনা করেন। মঙ্গলবার সকাল আটটায় রাজ্য আনুষ্ঠানিকভাবে শুরু হবে বিজেপির সদস্যতা অভিযান। এই কর্মসূচির উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা ও প্রদেশ।বিজেপির  সভাপতি রাজীব ভট্টাচার্য।প্রদেশ বিজেপির  কৃষ্ণনগরস্থিত সদর দপ্তর থেকেই শুরু হবে সদস্যতা অভিযান পর্ব।

।।বিজ্ঞাপন।।

ভগবানের নেতৃত্বেই হবে সদস্যতা অভিযান পর্ব।

।।বিজ্ঞাপন।।

গোটা রাজ্যে বিজেপির সদস্যতা অভিযানকে সফল করতে রাজ্য স্তরে পাঁচ সদস্যের একটি টিম গঠন করা হয়েছে। এই টিমের প্রধান রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক তথা বিধায়ক ভগবান দাস। ভগবানের নেতৃত্বেই হবে সদস্যতা অভিযান পর্ব।একই ভাবে জেলা স্তরে চার জনের টিম। মন্ডল স্তরে তিনজনের টিম। এবং বুথ স্তরে একজনকে ইনচার্জ করে কাজ শুরু করবে ভাজপা।

আরো খবর পড়ুন

https://janatarmashal.com/

প্রদেশ বিজেপির ১০ টি সাংগঠনিক জেলায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছিলো।

প্রদেশ বিজেপির সদস্যতা অভিযান পর্বকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গত ২৮ আগস্ট রাজ্য স্তরে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছিল এই কর্মশালায় উপস্থিত ছিলেন রাজ্যের  মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা।সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক দুষ্ণত কুমার গৌতম এবং প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য্য।প্রদেশ বিজেপির ১০ টি সাংগঠনিক জেলায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছিলো। এরপর ধারাবাহিক ভাবে পর্যায়ক্রমে রাজ্যের ৬০টি মন্ডলেও কর্মশালা সম্পন্ন হয়।  বুথে স্তরেও  হয় এই কর্মশালা।

।।প্রদেশ বিজেপির অফিসে বসে দিল্লিতে সদস্যতা অভিযান কর্মসূচি পরখ করছেন নেতৃত্ব।।

প্রদেশ বিজেপির তথ্য অনুযায়ী, রাজ্যের ৬০টি মন্ডলের জন্য ৩৫ জন রাজ্য স্তরের নেতাকে কর্মশালার দায়িত্ব দেওয়া হয়েছে। রাজ্যের ৩৩৪৯টি বুথেও মঙ্গলবার থেকেই শুরু হবে সদস্যতা অভিযান।এই অভিযান হবে ২টি ধাপে। প্রথম ধাপে ২ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত এবং দ্বিতীয় ধাপে ১ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত।বিধায়ক ভগবান দাসের নেতৃত্বে ভাজপা সদস্যের সংখ্যা ১২লক্ষ করার টার্গেট নিয়েছে।

।।বিজ্ঞাপন।।

অনলাইন ও অফলাইন দুইভাবেই মানুষ বিজেপির সদস্যতা গ্রহণ করতে পারবে। তবে  মিসড কল দিয়েও সদস্যতা গ্রহণ করা যাবে।

*যার নম্বরও..8800002024

আরো খবর পড়ুন https://x.com/janatarmashal24/status/1829797254716162424?t=qMLkEyZA4r43u53bU_wDOQ&s=19

সদস্যতা অভিযান কর্মসূচিতে বিজেপির সাতটি মোর্চাও একই সাথে কাজ করবে। বিজেপির দেওয়া পরিসংখ্যান অনুযায়ী ,

    *২০১৪ সালে সদস্য ছিলো
১লক্ষ ২৩ হাজার ৬২৬ জন সদস্য।

*২০১৯ সালে সদস্য ছিলো
৬, ৫০ হাজার ৩৫৫ জন সদস্য।

*২০২৪ সালে  বিজেপির
মিশন ১২ লক্ষ সদস্য ।

।।বিজ্ঞাপন।।

গোটা সদস্যতা অভিযান কর্মসূচির নেতৃত্বে থাকবেন দলের সাধারণ সম্পাদক তথা বিধায়ক ভগবান দাস। রাজনীতিকরা বলছেন, এই গুরু দায়িত্ব ভগবান দাসের  জন্য রাজনৈতিক অগ্নিপরীক্ষাও বটে। বিশ্লেষকদের ব্যাখ্যা, আগামী দিনে পরিবর্তন হবে বিজেপির প্রদেশ সভাপতি। দলের পরবর্তী প্রদেশ সভাপতির দৌঁড়ে অন্যান্য নেতাদের সঙ্গে রয়েছেন ভগবান নিজেও।

ভগবান দাসের নেতৃত্বে সদস্যতার মেগা কর্মসূচির সাফল্য আগামী দিনে তাঁর রাজনৈতিক পথকে মসৃণ করতে পারে।

তাই ভগবান দাসের নেতৃত্বে সদস্যতার মেগা কর্মসূচির সাফল্য আগামী দিনে তাঁর রাজনৈতিক পথকে মসৃণ করতে পারে। আবার ব্যর্থ হলে পড়বে তারও প্রভাব। তাই বিধায়ক ভগবান দাসের  কাছে এটা একটা বড় চ্যালেঞ্জ। প্রসঙ্গত ভগবান দাস রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের মন্ত্রিসভায় মন্ত্রীও ছিলেন। তাঁর প্রশাসনিক ও রাজনৈতিক দক্ষতা উভয়ই রয়েছে। এখন দেখার বিষয় বিধায়ক ভগবান দাস তার উপর ন্যস্ত হওয়া দায়িত্ব কতটা সফল ভাবে পালন করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *