ডেস্ক রিপোর্টার,২৭ জানুয়ারি।
         দরজায় কড়া নাড়ছে লোকসভা নির্বাচন। আগামী ১০ ফেব্রুয়ারি ঘোষণা হতে পারে লোকসভা নির্বাচনের দিনক্ষণ। তাই নির্বাচনকে সামনে রেখে ঘর গুছিয়ে নিয়েছে শাসক দল ভারতীয় জনতা পার্টি। রাজ্যের দুইটি আসনের মধ্যে এক আসনের প্রার্থী প্রায় চূড়ান্ত করে নিয়েছে দলের থিঙ্ক ট্যাঙ্ক।  পশ্চিম আসন থেকে এবারও প্রার্থী হচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। পূর্ব আসন নিয়ে লড়াই চলছে বর্তমান  সাংসদ রেবতী ত্রিপুরা ও প্রাক্তণ উপ মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মনের মধ্যে। শেষ পর্যন্ত দলীয় নেতৃত্বই নেবে চূড়ান্ত সিদ্ধান্ত।


লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি ইতিমধ্যে দুই কেন্দ্রের ইলেকশান ম্যানেজমেন্ট কমিটি তৈরি করেছে। কমিটির মোট সদস্য সংখ্যা ৩৭জন। তবে এখনো আনুষ্ঠানিক ভাবে ঘোষণা দেওয়া হয় নি। কৃষ্ণনগর কুশাভাউ ভবনের খবর,
আগামী কয়েকদিনের মধ্যেই রাজ্য  নেতৃত্ব আনুষ্ঠানিক ভাবে ইলেকশান ম্যানেজমেন্ট কমিটির ঘোষণা দেবে।

ইএমসি(পশ্চিম আসন)

প্রাথমিক তালিকা অনুযায়ী, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ইনচার্জ হয়েছেন  ভগবান দাস (বিধায়ক)। লোকসভা কো-ইনচার্জ ডা:অশোক সিনহা। লোকসভা কনভেনার রতন লাল নাথ (মন্ত্রী)।লোকসভা কো -কনভেনার অভিষেক দেবরায়(বিধায়ক)।লোকসভা বিস্তারক জয়দ্বীপ মালাকার। ইলেকশন অফিস ইনচার্জ অ্যাডভোকেট অরিন্দম রায়। কল সেন্টার ইনচার্জ মৌসুমী দাস। ভেহিকেল ইনচার্জ খোকন চন্দ্র পাল। প্রমোশন মেটেরিয়াল ইনচার্জ খোকন চন্দ্র পাল। অ্যাডভারটাইজিং ইনচার্জ টোটন দাস।ট্রাভেল এন্ড স্টে  ইনচার্জ পার্থ দেব। মিডিয়া ইনচার্জ অস্মিতা বণিক। বুথ লেভেল ওয়ার্কার ইনচার্জ বিপিন দেববর্মা।


রিসোর্স মোবাইলাইজেশন এবং ম্যানেজমেন্ট ইনচার্জ দেবব্রত বনিক। একাউন্টিং সম্রাট ঘোষ। জুডিশিয়াল প্রসেস অ্যান্ড কো-অর্ডিনেশন উইথ দ্য ইলেকশন কমিশন অ্যাডভোকেট অরিন্দম রায়। কাউন্টিং অফ ভোটস ইনচার্জ রতন ঘোষ। স্ট্যাটিসটিক্স ডকুমেন্টেশান ইনচার্জ অজন্তা ভট্টাচার্য, মেনিফেস্টো ইনচার্জ এমকে নাথ,চার্জশিট ইনচার্জ ডা:জহর লাল সাহা, ভিডিও ভ্যান ইনচার্জ খোকন চন্দ্র পাল, মাইগ্রেন্ট ওয়ার্কার ইনচার্জ অরুণাভ নন্দী, বেনিফিসারি কন্টাক ইনচার্জ সমীর রঞ্জন ঘোষ, সোশ্যাল ইন্টারেকশন ইনচার্জ নবাদল বণিক, ইয়ুথ কন্টাক ইনচার্জ সুশান্ত দেব(বিধায়ক) ফিমেইল কন্টাক ইনচার্জ ঝর্না দেববর্মা।


এসসি কন্টাক ইনচার্জ রঞ্জিত দাস(বিধায়ক)  এসটি কন্টাক ইনচার্জ রামপদ জামাতিয়া( বিধায়ক)  স্ল্যাম ক্যাম্পিং ইনচার্জ জহর সাহা, বিজনেস কন্টাক্ট অ্যান্ড সোশ্যাল ইনচার্জ তমাল পাল, লিটারেসি প্রোডাকশন অ্যাডভার্টাইজিং এন্ড প্রিন্টিং ইনচার্জ রানা ঘোষ। প্রমোশনাল মেটেরিয়াল অ্যান্ড  লিটারেসি ডিস্ট্রিবিউশন ইনচার্জ সঞ্জীব দেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *