ডেস্ক রিপোর্টার,১৬ সেপ্টেম্বর।।
কুমারঘাটের সাধারন মানুষের বিপদের দিনে বারবার তাদের পাশে থাকেন বিধায়ক ভগবান দাস।তিনি বাড়িয়ে দেন সাহায্যের হাত। সোমবার রাতে স্থানীয় সারদা পল্লী এলাকায় অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে ফেলে এক অসহায় পরিবার।এই ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়ান ব ভগবান দাস। তিনি পরিবারটিকে আর্থিক সহায়তা করেন।

একই সঙ্গে কুমারঘাট পুরপরিষদ থেকেও ২.৫ লক্ষ টাকার সরকারি ঘর প্রদান করার ব্যবস্থা করেছেন বিধায়ক। ভগবান দাসের এই মানবিক মুখের প্রশংসা করেছে সংশ্লিষ্ট অঞ্চলের লোকজন। এর আগেও বহু মানুষকে নানান ভাবে সাহায্য করে,ভগবান বুঝিয়ে দিয়েছেন তিনি শুধু একজন জন প্রতিনিধি নয়, তিনি তাঁর বিধানসভা কেন্দ্রের প্রকৃত অভিভাবক।

