ডেস্ক রিপোর্টার,২৬ ডিসেম্বর।।
প্রায়ত হলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ব বন্ধু সেন। শুক্রবার ভোর রাতে ব্যাঙ্গালোরে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। গত কয়েক মাস আগে আগরতলা থেকে ধর্মনগরে যাওয়ার সময় চলন্ত মস্তিষ্কের রক্ত ক্ষরণ হয়েছিল বিশ্ব বন্ধু সেনের। এরপর বেশ কিছুদিন আগরতলার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় বহিঃ রাজ্যে উন্নত চিকিৎসার জন্য।। বিশ্ববন্ধু সেন ছিলেন ধর্মনগর কেন্দ্রের বিজেপি বিধায়ক। এক সময়ে তিনি ছিলেন এই কেন্দ্রের কংগ্রেস বিধায়কও। ধর্মনগর সহ গোটা উওর জেলার অবাম নেতাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। বিশ্ববন্ধু সেনের মৃত্যুতে গভীর ভাবে শোকাহত রাজ্য রাজনীতির পরিমন্ডল।
অধ্যক্ষ বিশ্ব বন্ধু সেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, তিপ্রামথার প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেববর্মণ সহ সমস্ত দলের রাজনৈতিক নেতারা।

