গন্ডাছড়া ডেস্ক, ৫ জানুয়ারি।।
গন্ডাছড়ার নারিকেল কুঞ্জে পর্যটকদের নৌকা দুর্ঘটনায় নিখোঁজ এক যুবক। তার নাম ধর্মজিৎ চাকমা (১৮)। বাড়ি গঙ্গা নগরের ভক্ত পাড়াতে। ঘটনা সোমবার দুপুরে। মঙ্গলবারেও নদীতে উদ্ধারকারী দল নিখোঁজ যুবকের সন্ধান করে। কিন্তু তাকে পাওয়া যায় নি।
খবর অনুযায়ী, সোমবার পরিবারের লোকজনের সঙ্গে নারিকেল কুঞ্জে ঘুরতে গিয়েছিল ধর্মজিৎ চাকমা। ভ্রমন করে আসার সময় তাদের নৌকা নিয়ন্ত্রণ হারিয়ে জলে তলিয়ে যায়। নৌকাতে থাকা অন্যান্যদের সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন উদ্ধার করলেও ধর্মজিতের কোনো খোঁজ পাওয়া যায় নি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল বাহিনী। তারা সঙ্গে সঙ্গে উদ্ধারকার্য চালায়। স্থানীয়দের অভিযোগ, উদ্ধারকার্যের দ্বিতীয় দিনেও ঘটনাস্থলে পৌঁছায় নি এনডিআরএফ।

