ডেস্ক রিপোর্টার, ২ সেপ্টেম্বর।।
       “মানুষ বুঝতে পেরেছেন  ভারতীয় জনতা পার্টি ব্যতীত কেউ রাজ্য বা দেশের উন্নয়ন করতে পারবে না। কারণ সিপিআই এম এবং কংগ্রেস শুধুমাত্র ভোট ব্যাংকের রাজনীতির জন্য জনজাতি অংশের মানুষকে ব্যবহার করেছে। নানাভাবে তাদের ভুল বুঝিয়ে বিভ্রান্ত করেছে।
    মঙ্গলবার গোমতী জেলার কিল্লা বাজারে ভারতীয় জনতা পার্টির বাগমা মন্ডলের উদ্যোগে আয়োজিত এক যোগদান সভায় অংশ নিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। এদিন এই সভা থেকে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ২০০ পরিবারের ৬১০ জন ভোটার বিভিন্ন দল ছেড়ে ভারতীয় জনতা পার্টির পতাকা তলে সামিল হন। মুখ্যমন্ত্রী সহ অন্যান্য নেতৃত্ব তাদের স্বাগত জানান।
          মুখ্যমন্ত্রী বলেন, ভারতীয় জনতা পার্টি কখনো চায় না খুন, সন্ত্রাস, অগ্নিসংযোগ, ধর্ষনের মতো ঘটনা, যেটা সিপিএম – কংগ্রেসের দীর্ঘ ৩৫ বছরের শাসনে সংঘটিত হয়েছে। বিজেপি এ ধরণের নোংরা রাজনীতিতে বিশ্বাস করে না। মানুষ সেটা প্রত্যক্ষ করেছে। তারা শুধু জনজাতি অংশের মানুষকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছিল। অথচ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সবসময় বলছেন যে আমরা সবার জন্য উন্নয়ন চাই। আমরা জাতি এবং জনজাতির মধ্যে ঐক্য নিয়ে থাকতে চাই। সিপিএমের সময়ে সন্ত্রাসবাদের জন্ম হয়েছে, আর আমাদের সরকারের সময়ে সন্ত্রাসবাদ মুক্ত হয়েছে। আগে উত্তর পূর্বাঞ্চলের পরিস্থিতিও ভালো ছিল না। কিন্তু ২০১৪ সালে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি দায়িত্ব গ্রহণের পর সবকিছু পরিবর্তন হয়েছে। বর্তমান কেন্দ্রীয় সরকার উত্তর -পূর্বের উন্নয়নের জন্য কাজ করছে। ত্রিপুরায় এখন শান্তি বিরাজ করছে এবং আমাদের হিরা মডেল দেওয়া হয়েছে। যোগাযোগ ব্যবস্থারও প্রভূত উন্নতি হয়েছে রাজ্যে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *