ডেস্ক রিপোর্টার, ৩১ আগস্ট।।
পণ্যবাহী রেলের ধাক্কায় পড়ে মৃত্যু হলো এক যুবকের। নাম বিকাশ দেবনাথ। পেশায় শ্রমিক।২৭ বছর বয়সী বিকাশ দেবনাথের বাড়ি বাড়ি কুমারঘাট রেলওয়ে স্টেশন সংলগ্ন সুকান্তনগরে। ঘটনা শুক্রবার সাত সকালে।
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, বৃহস্পতিবার বিকাশ দেবনাথের বাড়িতে ছিলো মনসা পূজা। রাতেই সে বেরিয়েছিল বাড়ি থেকে। সকালে রেল রাস্তা অতিক্রমের সময় একটি পন্যবাহী ট্রেন ধাক্কা দেয় বিকাশ দেবনাথকে। আহত অবস্থায় রেল ট্র্যাকের পাশে ছিটকে পড়ে বিকাশ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আরপিএফ ও জিআরপি। তাকে উদ্ধার করে নিয়ে যায় ধর্মনগর হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা বিকাশকে মৃত বলে ঘোষণা করে।
