কৈলাসহর ডেস্ক, ৫আগস্ট।।
               অল্পতেই রক্ষা পেলো রাজ্যের প্রাচীনতম দ্বিতীয় কলেজে হিসেবে পরিচিত কৈলাসহর কলেজ। বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন জ্বলে উঠে কলেজের লাইব্রেরিতে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে কৈলাসহরের দমকল বাহিনী ও পুলিশ।
এব্যাপারে কলেজের লাইব্রেরিয়ান ইন্দানী সাহা জানান , মঙ্গলবার বিকেল তিনটা নাগাদ হঠাৎ করে কলেজের লাইব্রেরির ভিতর বৈদ্যুতিক বোর্ডে শট সার্কিট হয়ে আগুন জ্বলে উঠে। আগুন লাগার খবর পেয়ে কলেজের অধক্ষ্য ডক্টর পিনাকী পাল সাথে সাথেই লাইব্রেরিতে প্রবেশ করে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেন এবং আগুন অনেকটাই নিভে যায়। পরবর্তী সময়ে জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে কলেজ স্টাফরা।
     প্রসঙ্গত ,লাইব্রেরিতে প্রায় এক লক্ষের বেশী বই ছিলো এবং লাইব্রেরির পাশে ছিলো বড় বড় বিল্ডিং। । তাছাড়া কলেজের পাশেই ছিলো প্রচুর বাড়িঘর অর্থাৎ ঘরবসতি। লাইব্রেরি থেকে আগুন ছড়িয়ে পড়লে তার ভয়াবহতা অনেক বেশি হতো বলেই মনে করছেন স্থানীয় লোকরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *