ডেস্ক রিপোর্টার,৩ সেপ্টেম্বর।।
প্রয়াত হলেন রাজ্যের স্বনামধন্য জন দরদী প্রবীণ চিকিৎসক ডি. আর নন্দী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৯১ বছর। সোমবার রাত ১১.৩০ মিনিটে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, দিল্লির দ্বারকাস্থিত একটি বেসরকারি হাসপাতালে।দীর্ঘদিন ধরেই বার্ধক্য জনিত কারণে তিনি অসুস্থ ছিলেন।
চিকিৎসক ডি. আর নন্দী দীর্ঘ দিন রাজ্যে থেকে সুনামের সঙ্গে মানুষকে দিয়েছিলেন স্বাস্থ্য পরিষেবা। পরবর্তী সময়ে তিনি চলে যান দিল্লিতে। তিনি তাঁর সময়ে থাকা ভারতের রাষ্ট্রপতিদের তালিকাভুক্ত চিকিৎসক ছিলেন। দিল্লিতে নিজে স্থাপন করেছিলেন একটি “নার্সিং হোম”। ত্রিপুরার রোগীদের জন্য এই নার্সিংহোমে চিকিৎসা ছিলো বিনা মূল্যে। অর্থাৎ ত্রিপুরার রোগীদের কাছ থেকে চিকিৎসক ডি আর নন্দী কোনো টাকা – পয়সা নিতেন না। এছাড়াও প্রয়াত চিকিৎসক ডি আর নন্দীর বহু জন দরদী কাজের দৃষ্টান্ত রয়েছে।
