তেলিয়ামুড়া ডেস্ক, ২৯ জুলাই।।
                 কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের ‘প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান’-এর অঙ্গ হিসেবে আজ মুঙ্গিয়াকামি আরডি ব্লকের অন্তর্গত নুনাছড়া এডিসি ভেলেজের নবজয় রিয়াং পাড়া জে.বি. স্কুলে এক গুরুত্বপূর্ণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। অনুষ্ঠানটি উদ্বোধন করেন ত্রিপুরা রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা।
       এই প্রকল্পের আওতায় ৫০ আসনবিশিষ্ট বালক ও ৫০ আসনবিশিষ্ট বালিকা ছাত্রাবাস ভবন নির্মাণ করা হবে, যা প্রত্যন্ত অঞ্চলের ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষার আলো ছড়াতে সহায়তা করবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এডিসি’র এক্সিকিউটিভ সদস্য কমল কলই, মহকুমা শাসক পরিমল মজুমদার সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ।মন্ত্রী বিকাশ দেববর্মা তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষা ছাড়া কোন জাতি বা সম্প্রদায়ের অগ্রগতি সম্ভব নয়। তাই বর্তমান সরকার পাহাড়ি ও প্রত্যন্ত এলাকার জনগণকে শিক্ষার মূল ধারায় আনার জন্য সচেষ্ট। এডিসি’র উন্নয়নের পথ শিক্ষার মাধ্যমে যায়। ছেলে-মেয়েদের যদি শিক্ষিত করে তোলা যায়, তবেই ভবিষ্যত প্রজন্মের জন্য একটি মজবুত ভিত্তি গড়ে তোলা সম্ভব হবে।”তিনি আরও জানান, কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীগুলির কাছে শিক্ষা পৌঁছে দিতে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। তারই অংশ হিসেবে এই ছাত্রাবাস নির্মাণ করা হচ্ছে, যা ওই এলাকার শিশুদের শিক্ষাজীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।এই পদক্ষেপ নিঃসন্দেহে ভবিষ্যতে ত্রিপুরার পাহাড়ি জনজাতি সম্প্রদায়ের উন্নয়নে একটি মাইলফলক হয়ে থাকবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *