স্থানীয় লোকজনদের কথায়, তাপস দত্ত প্রতিটি নির্মাণ কাজের সঙ্গে থাকা ঠিকেদারের কাছ থেকে মোটা অঙ্কের প্রনামি নিয়ে থাকেন। এর ফলে ঠিকাদাররা নিম্ন মানের কাজ করে হাতিয়ে নিচ্ছে বিল।এই অভিযোগের সত্যতা পাওয়া গেলো বেতাগা বিকর্ন বৈদ্য পাড়ায়।


শান্তিরবাজার ডেস্ক,২৬ ডিসেম্বর।।
        বাইখোড়া পূর্ত দপ্তরের অধীনে অধিকাংশ নির্মাণ কাজ অত্যন্ত নিম্নমানের।অভিযোগ স্থানীয় লোকজনের। কেন এমন হচ্ছে? তদন্ত করতে গিয়ে কেঁচো খুঁড়তে বেরিয়ে আসে সাপ। অভিযোগ,
জোলাইবাড়ী ব্লকের চেয়ারম্যান তাপস দত্ত প্রায় সময়  বাইখোড়া পূর্ত দপ্তরের বিভিন্ন উন্নয়নমূলক কাজ থেকে অর্থ সংগ্রহ করে থাকেন।
    স্থানীয় লোকজনদের কথায়, তাপস দত্ত প্রতিটি নির্মাণ কাজের সঙ্গে থাকা ঠিকেদারের কাছ থেকে মোটা অঙ্কের প্রনামি নিয়ে থাকেন। এর ফলে ঠিকাদাররা নিম্ন মানের কাজ করে হাতিয়ে নিচ্ছে বিল।এই অভিযোগের সত্যতা পাওয়া গেলো বেতাগা বিকর্ন বৈদ্য পাড়ায়।


সম্প্রতি বেতাগা বিকর্ন বৈদ্য পাড়ায় জাতীয় সড়ক থেকে বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পর্যন্ত একটি ব্রিকস সলিং ‘র রাস্তার নির্মান কাজ টেন্ডার করা হয়। নিয়ম মোতাবেক এই নির্মাণ কাজের বরাত পেয়েছেন অমরপুরের অজয় ঘোষ নামে এক ঠিকেদার।অভিযোগ, ঠিকাদার অজয় ঘোষের কাছ থেকেও মোটা অঙ্কের কাঞ্চনমূল্য নিয়েছেন জোলাইবাড়ির ব্লক চেয়ারম্যান তাপস দত্ত।


স্থানীয় লোকজনের দাবী, নিম্ন মানের ইট ব্যাবহার করে এই রাস্তা নির্মান করা হচ্ছে। তারা বলেন, রাস্তা দিয়ে কোনো গাড়ি চলাচল করলেই রাস্তাটি চৌরচির হয়ে যায়।বাইখোড়া পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার ও আধিকারিকরা বিষয়টি জেনেও নিরব দর্শকের ভূমিকা পালন করছে।  তাদের নিরবতার পিছনে দেখা দিচ্ছে নানা প্রশ্ন। বাধ্য হয়ে প্রতিবাদে সরব হয়েছে স্থানীয় লোকজন। তবে মানুষ প্রতিবাদ করলেও তাদের প্রতিবাদের আওয়াজ ঘুষখোড়দের কর্ণকুহরে কি পৌঁছবে? তা নিয়েও সন্দেহ রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *