ধর্মনগর ডেস্ক, ৩১অগাষ্ট।।

         ত্রিপুরায় প্রবেশের মুখে অসম পুলিশের হাতে ট্রান্সপোর্টের পণ্য বোঝাই লরি থেকে আটক সাতশ বোতল নেশার সিরাপ “এসকফ”। রোজের মতো ত্রিপুরা সীমান্তের ওপারে থাকা অসম পুলিশ নাকা পয়েন্টে বসেছিলো যানবাহন তল্লাশির জন্য। এই সময় গুয়াহাটি থেকে আগরতলাগামী একটি TR01X- 1858 নম্বরের লরি আসে নাকা পয়েন্টের সামনে। তল্লাশির সময় ট্রান্সপোর্টের সামগ্রীর সঙ্গে ৩০টি ঔষধের ড্রামে এসকফের হদিশ পায়। সঙ্গে সঙ্গেই পুলিশ গ্রেফতার করে লরির চালককে। তার নাম উৎপল রায়,বাড়ি খোয়াই জেলার তেলিয়ামুড়ায়। ধৃত চালক অসম পুলিশকে জানায়, এসকফগুলি গুয়াহাটি থেকে লরিতে নেওয়া হয়েছিল। গন্তব্যস্থল আগরতলায়। চালক উৎপল রায় জানিয়েছেন, লরিটি দেব ট্রান্সপোর্টের। লরির মালিকের নাম কাজল দাস।

           অসম পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় এই অভিযানে উদ্ধারকৃত এসকফের বাজার মূল্য প্রায় সাত লক্ষ টাকা।ধৃত চালকের বিরুদ্ধে এনডিপিএস আইনের সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। খবর অনুযায়ী, আসন্ন শারদ উৎসবকে সামনে রেখে মাদক ব্যবসায়ীরা এসকফের চালান মজুত করার উদ্দেশ্যেই গুয়াহাটি থেকে নিয়ে আসছিলো আগরতলায়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *