ক্রাইম ব্রাঞ্চের জেরায় মান্তুনু উগলে দিয়েছে বহু রোমহর্ষকর তথ্য। মাদক সিন্ডিকেটের আরো বহু রাঘব বোয়ালের নাম পুলিশের কাছে খোলসা করেছে মান্তুনু। তাদের মধ্যে অন্যতম চুরাইবাড়ির “লাইনম্যান” সৌমেন গোস্বামী ওরফে “কালা দাদা”।

ডেস্ক রিপোর্টার, ১০নভেম্বর।।
           জিরানিয়া রেলের মাদক কাণ্ডের অন্যতম মাস্টার মাইন্ড মান্তুনু সাহা ওরফে মন্তুর তিন বাড়িতে এক সঙ্গে অভিযান করেছে  ক্রাইম ব্রাঞ্চ। সোমবার সকালে থেকে দুপুর পর্যন্ত চলে অভিযান। প্রথমে মান্তুনু সাহার আগরতলার ভোলাগিরি ফ্ল্যাটে। তারপর হেরিটেজ পার্ক সংলগ্ন বাড়িতে।সর্বশেষে তার তেলিয়ামুড়া নেতাজিনগরস্থিত বাড়িতে অভিযান চালায় ক্রাইম ব্রাঞ্চ। প্রতিটি বাড়ি থেকে প্রচুর নথিপত্র সংগ্রহ করেছে পুলিশ। শেষ পর্যন্ত আগরতলার হেরিটেজ পার্ক সংলগ্ন বাড়ি থেকে পুলিশ মান্তুনুকে গ্রেফতার করে। রাতের খবর, গ্রেফতারের পর থেকেই দফায় দফায় চলছে মান্তুনুকে জিজ্ঞাসাবাদ। ক্রাইম ব্রাঞ্চের জেরায় মান্তুনু উগলে দিয়েছে বহু রোমহর্ষকর তথ্য। মাদক সিন্ডিকেটের আরো বহু রাঘব বোয়ালের নাম পুলিশের কাছে খোলসা করেছে মান্তুনু। তাদের মধ্যে অন্যতম চুরাইবাড়ির “লাইনম্যান” সৌমেন গোস্বামী ওরফে “কালা দাদা”।

ক্রাইম ব্রাঞ্চ জানিয়েছে, লাইনম্যানের নাম সৌমেন গোস্বামী ড্রাগস মার্কেটে,কালা দাদা হিসেবেই পরিচিত।

ক্রাইম ব্রাঞ্চ জানিয়েছে, লাইনম্যানের নাম সৌমেন গোস্বামী ড্রাগস মার্কেটে,কালা দাদা হিসেবেই পরিচিত। অসম – চুরাই বাড়ি গেটে মান্তুনুর মাদক বোঝাই গাড়ি পারাপারের দায়িত্বে থাকতো কালা দাদা। বিনিময়ে মাদক বোঝাই প্রতি গাড়ির লভ্যাংশের কুড়ি শতাংশ পেতো মাদক বাজারের লাইনম্যান সৌমেন। ইতোমধ্যে তার বিরুদ্ধে সমস্ত তথ্য সংগ্রহ করেছে ক্রাইম ব্রাঞ্চ।


অনুসন্ধানকারী পুলিশের দাবী, খুব শীঘ্রই সৌমেনকে জালে তোলা হবে।

অনুসন্ধানকারী পুলিশের দাবী, খুব শীঘ্রই সৌমেনকে জালে তোলা হবে।তবে তার আগেই চুপিসারে সৌমেনের পগার পার হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই তদন্তকারী পুলিশ আধিকারিকরা নজর রাখছে তার গতিবিধির উপর। আমরা “জনতার মশাল” গত জুলাই মাসে মাদক সম্রাট মান্তুনু সাহা ও তার লাইনম্যান সৌমেন গোস্বামীর মাদক বাণিজ্যের রসায়ন নিয়ে ধারাবহিক ভাবে খবর প্রকাশ করেছিলাম। এরপর মান্তুনু সাহার নির্দেশের ড্রাগস কারবারের লাইনম্যান সৌমেন চুড়াইবাড়ি থানায় গিয়েছিল ” জনতার মশাল” র বিরুদ্ধে মানহানীর মামলা করার জন্য। অবশ্যই পুলিশ তার মামলা রাখেনি। জনতারমশল- র প্রকাশিত খবর যে যথার্থ ছিলো, তার সিলমোহর দিয়েছে ক্রাইম ব্রাঞ্চ,লাইনম্যান সৌমেন গোস্বামীর থাপ্পালদার মান্তুনুকে গ্রেফতার করে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *