ডেস্ক রিপোর্টার,৫ জানুয়ারি।।
রাজ্যের বিরোধী দল নেতা জিতেন্দ্র চৌধুরীর বিরুদ্ধে পশ্চিম জেলার জেলা ও দায়রা আদালতে মামলা দায়ের করেছেন মন্ত্রী সুধাংশু দাস। রাজ্যের মৎস্য মন্ত্রী সুধাংশু দাসের হয়ে আদালতে মামলা দায়ের করেছেন পাবলিক প্রসিকিউটর বিশ্বজিত দেব। মামলাকারী বিশ্বজিৎ দেবের আইনজীবী জানিয়েছেন, শেষ বছর রাজ্যের মন্ত্রী সুধাংশু দাসের ভাই হিমাংশু দাসের বিরুদ্ধে কিছু মিথ্যা অভিযোগ এনেছিলেন বিরোধী দল নেতা জিতেন্দ্র চৌধুরী। শুধু তাই নয়, এই সংক্রান্ত বিষয়ে তিনি দিয়েছিলেন বিবৃতিও। আইনজীবীর দাবী, পুরো ঘটনা মিথ্যা ও সাজানো। এই কারণেই মন্ত্রী সুধাংশু দাস মান হানির মামলা দায়ের করেছেন জিতেন্দ্র চৌধুরীর বিরুদ্ধে।
রাজ্যের বিরোধী দল সিপিআইএমের দাবী, মন্ত্রী সুধাংশু দাসের ভাই হিমাংশু দাস সহ তার গোটা বিপিএল পরিবার কিভাবে রাতারাতি এতো অর্থ উপার্জন করেছে তার সমস্ত প্রমাণ রয়েছে জিতেন্দ্র চৌধুরীর কাছে। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীও আদালতে যথা সময়ে দাখিল করবেন সমস্ত নথি পত্র।

