ডেস্ক রিপোর্ট, ২০ আগস্ট।।
        উষা বাজার ভারতরত্ন সংঘের প্রাক্তন সম্পাদক দূর্গাপ্রসন্ন ওরফে ভিকি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত রাজু বর্মনের নাসা আইন সংক্রান্ত রিট পিটিশন খারিজ করে দিয়েছে ত্রিপুরা উচ্চ  আদালত। বুধবার উচ্চ আদালত এই মামলার রায় ঘোষণা করে। আদালত জানিয়ে দেয় রাজু বর্মনের বিরুদ্ধে থাকা নাসা আইন বলবৎ থাকবে। একথা জানিয়েছেন রাজু বর্মনের আইনজীবী সম্রাট কর ভৌমিক।  গত বছরের পাঁচ সেপ্টেম্বর পশ্চিম ত্রিপুরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রাজু বর্মনের বিরুদ্ধে নাসা প্রয়োগ করেছিলেন। এর পর রাজু উচ্চ আদালতে আবেদন করেছিলো। শেষ পর্যন্ত আদালত বুধবার রাজু বর্মনের আবেদন খারিজ করে দেয়।
         রাজু বর্মনের আইনজীবী সম্রাট কর ভৌমিক জানিয়েছেন, উচ্চ আদালতে এই মামলার শুনানি হয় তিন দিন। ২৪, ৩০ ও ৩১ জুলাই। শুনানী হয় উচ্চ আদালতের চিফ জাস্টিস ও বিচারপতি সব্যসাচী দত্ত পুরকায়স্থের ডিভিশন বেঞ্চে। তখন প্রধান বিচারপতি জানিয়েছিলেন,  রাজু বর্মনের উপর প্রয়োগ করা নাসা আইনত গ্রাহ্য নয়। সম্রাট কর ভৌমিকের বক্তব্য, আদালত বুধবার মামলার রায় অন্য রকম দেয়। সরে আসে আগের বক্তব্য থেকে। তাই রাজু বর্মণ ত্রিপুরা উচ্চ আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে  দ্বারস্থ হবে সুপ্রিম কোর্টে। আগামী মাসেই রাজুর উপর লাগু হওয়া নাসার মেয়াদ শেষ হবে বলেও জানিয়েছেন তিনি।
                


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *