ডেস্ক রিপোর্টার,১২ ডিসেম্বর।।
রাজ্যে ফের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি’ র ( এন আই এ) অভিযান। বুধবার ভোর থেকেই রাজ্যের ঊনকোটি জেলার কৈলাসহর, কুমারঘাট সহ আরো কিছু জায়গাতে তল্লাসি অভিযান করেছে এনআইএ- র গুয়াহাটি ব্রাঞ্চ। খবর অনুযায়ী, “জাল সরকারি নথি” চক্রের বিরুদ্ধে এনআইএ-র এই অভিযান। ঊনকোটি জেলা পুলিশের সহযোগিতায় এনআইএ টিম প্রথমে অভিযান করে কৈলাসহর ভাগ্যপুরের তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা পরিতোষ শীলের বাড়িতে। তার বাড়ি থেকে উদ্ধার করে বেশ কিছু নথি পত্র। দ্বিতীয় অভিযান করে কুমারঘাটের নিবেদিতা এলাকার বাসিন্দা রানা পালের বাড়িতে। তবে এখন পর্যন্ত খবর অনুযায়ী, এনআইএ কাউকে গ্রেফতার করে নি।

রাজ্যে এনআইএ অভিযান নিয়ে স্পষ্টিকরণ দিয়েছে ত্রিপুরা পুলিশ। রাজ্য পুলিশের সদর দপ্তর থেকে এক বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, ” একটি পুরানো মামলার তদন্তে রাজ্যে এসেছে এনআইএ।তাদের সহযোগিতা করেছে রাজ্য পুলিশ।”
ভোর থেকে এনআইএ অভিযানের পর আশঙ্কা করা হয়েছিল, দিল্লির বিস্ফোরণের কাণ্ডের তদন্তে রাজ্যে এসেছে এনআইএ। কিন্তু পুলিশ সদর দফতরের স্পষ্টিকরনের পর জনমনে কাটে আশঙ্কার কালো মেঘ।

