তেলিয়ামুড়া ডেস্ক, ১৭ সেপ্টেম্বর।।
বুধবার থেকে গোটা দেশ জুড়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষ্যে সেবা পাক্ষিক বিশেষ কর্মসূচিতে স্বচ্ছতাই সেবা হাতে নেওয়া হয়েছে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে তেলিয়ামুড়া পুর পরিষদের পক্ষ থেকে একগুচ্ছ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই সংক্রান্ত বিষয়ে তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার জানিয়েছেন, বুধবার বিভিন্ন জায়গায় তেলিয়ামুড়া পুর পরিষদের উদ্যোগে সাফাই অভিযান সংঘটিত করা হয়েছে এছাড়া আগামী ২৭ শে সেপ্টেম্বর বড় পরিসরে এক কর্মসূচি গ্রহণের মধ্য দিয়ে বিভিন্ন স্তরের কৃতিদের সংবর্ধিত করা হবে ।আগামী ২রা অক্টোবর গান্ধীজীর জন্মদিন উপলক্ষ্যে গান্ধীজীর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার মধ্য দিয়ে গোটা কর্মসূচি সম্পন্ন হবে।
