শান্তিরবাজার ডেস্ক, ৪অক্টোবর।।
বাড়ি থেকে নিখোঁজ হওয়া ব্যক্তির পঁচাগলা মৃতদেহ উদ্ধার। নাম তুহিলা মগ(৩২)। বাড়ি শান্তিরবাজারের কলসিতে। বাড়ি লাগোয়া শালবাগান থেকেই শনিবার সকালে তুহিলার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে তার মৃত্যু নিয়ে বেঁধেছে রহস্যের দানা। তদন্ত করছে পুলিশ।
গত কয়েকদিন আগে কলসি বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বের হন তুহিলা মগ। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেন নি। বাধ্য হয়ে বিষয়টি পরিবারের লোক পুলিশকে জানায়। কিন্তু পুলিশও কোনো সন্ধান পায় নি। শেষ পর্যন্ত শনিবার সকালে বাড়ির পার্শ্ববর্তী একটি শাল বাগান থেকে উদ্ধার করা হয় তুহিলার পচন ধরা মৃতদেহ।