ডেস্ক রিপোর্টার, ২০ ডিসেম্বর।।
পবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক ভগবান দাসের উদ্যোগে কুমারঘাট পূর্ত দপ্তরের মাঠে অনুষ্ঠিত হতে চলেছে পৌষ মেলা।এই বছর দ্বিতীয়বারের মতো আয়োজিত এই মেলা শুরু হবে ৯ জানুয়ারি থেকে। চলবে ১৩ জানুয়ারি পর্যন্ত।
শনিবার এক সাংবাদিক সম্মেলনে মেলা কমিটির কনভেনর দীপঙ্কর গোস্বামী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন,
পৌষ সংক্রান্তি উপলক্ষে আয়োজিত এই মেলায় থাকবে প্রায় ১০০টি স্টল।স্টলগুলোতে থাকবে পিঠা-পুলি সহ নানান খাদ্য সামগ্রী।প্রতিদিন ত্রিপুরার বিভিন্ন শিল্পীদের নিয়ে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।বিশেষ আকর্ষণ হিসেবে ১২ জানুয়ারি থাকছে বহিরাজ্যের জনপ্রিয় শিল্পী মেলোডি কুইন অরুণিতা কাঞ্জিলালের অনুষ্ঠান।

