ডেস্ক রিপোর্টার, ১১ জুলাই।।
মহারাজগঞ্জ বাজারে সদর মহকুমা শাসকের প্লাস্টিক বিরোধী অভিযান। এম জি বাজারের একটি দোকানে হানা দিয়ে ৭০ বস্তা প্লাস্টিক উদ্ধার করে মহকুমা প্রশাসন।প্রতিটি বস্তাতে ত্রিশ কেজি করে প্লাস্টিক ব্যাগের সন্ধান পায় অভিযানকারী দল। উদ্ধারকৃত প্লাস্টিকের বাজার মূল্য ২০ লক্ষ ১০ হাজার টাকা। জানিয়েছেন সদর মহকুমা শাসক মানিক লাল দাস। তিনি জানিয়েছেন, প্রাপ্ত খবরের ভিত্তিতেই এই অভিযান। দোকানের মালিককে করা হয়েছে আর্থিক জরিমানা।
