ডেস্ক রিপোর্টার, ১১ জুলাই।।
প্রযুক্তিকে কাজে লাগিয়ে যাত্রীর হারিয়ে যাওয়া ল্যাপটপ উদ্ধার করেছে ট্রাফিক পুলিশ। উদ্ধারকৃত ল্যাপটপ ফিরিয়ে দিয়েছে প্রকৃত মালিকের কাছে।ঘটনা শুক্রবার আগরতলাতে।
ট্রাফিক ডিএসপি দীপক সরকার জানিয়েছেন, এদিন সাড়ে ১১ টা নাগাদ সুকান্ত সাহা নামে এক যুবক হাজির হন ট্রাফিক ভবনে। সুকান্ত এসে জানান, তিনি উদয়পুর টেপানিয়ার বাসিন্দা। সকালে টেপানিয়া থেকে একটি ইকো গাড়ি করে সিদ্ধিআশ্রমে আসেন। এবং নেমে যান ইকো গাড়ি থেকে।তখন গাড়িতেই ছিলো ল্যাপটপের ব্যাগ।
ট্রাফিক ডিএসপি দীপক সরকারের বক্তব্য, সুকান্ত সাহার কাছ থেকে একথা জানান পর তিনি বিষয়টি আইটি ভবনকে জানান। এবং সুকান্ত সাহার একটি ছবি দেন এবং আইটি ভবনকে নির্দেশ দেন সুকান্ত সাহা কোনো ইকো গাড়ি থেকে নেমেছিলেন সিদ্ধি আশ্রম এলাকায়। যথারীতি আইটি ভবন ইকো গাড়িটিকে সনাক্ত করে। এরপর ট্রাফিক পুলিশ গাড়ির চালকের সঙ্গে যোগাযোগ করে। চালক স্বীকার করেন, তার গাড়িতে একটি ব্যাগ রয়েছে।এরপর ট্রাফিক পুলিশ গাড়ি থেকে ল্যাপটপের ব্যাগ উদ্ধার করে। শেষে মালিক সুকান্ত সাহার হাতে ল্যাপটপ সমেত ব্যাগটি সপে দেয় ট্রাফিক দপ্তর।
