চুরাইবাড়ি ডেস্ক, ১২মে।।

           নেশা বিরোধী অভিযানে চুরাইবাড়ি থানার বিশাল সাফল্য। প্রায় চার কোটি টাকা মূল্যের শুকনো গাঁজা সহ বহিঃরাজ্যের দুই চালক ও সহচালককে পাকড়াও করলো পুলিশ। ঘটনা সোমবার দুপুর দুইটা নাগাদ চুরাইবাড়ি থানার নাকা পয়েন্টে। এদিন দুপুরে আগরতলা থেকে গুয়াহাটি যাবার জন্য UP58AT-1128 নম্বরের ছয় চাকার একটি লরি চুরাইবাড়ি পুলিশের নাকা পয়েন্টে আসতেই গাড়ি দাড় করিয়ে তল্লাশি করা হয়।এমন সময় ওসি খোকন সাহা লক্ষ্য করেন গাড়িতে থাকা ইলেকট্রনিক ট্রান্সফরমারের নাট গুলি ঢিলেঢালা অবস্থায় রয়েছে। এতে ওসির সন্দেহ বেড়ে যায়।তিনি সঙ্গে সঙ্গে নাট গুলি খুলেন এবং দেখতে পান গাঁজার প্যাকেট রয়েছে এর ভেতরে। এভাবে গাড়িতে মোট দশটি ট্রান্সফরমারের ভেতরে বিপুল পরিমাণ গাঁজাগুলি লুকায়িত ছিল।  ছিয়ানব্বইটি প্যাকেটে দশ কেজি করে মোট নয়শো ষাট কেজি শুকনো গাঁজা জব্দ করা হয়। যার কালোবাজারি মূল্য প্রায় চার কোটি টাকা।জানিয়েছেন ওসি খোকন সাহা। পুলিশ গাড়ির চালক আওদেশ কুমার (৪২)  ও সহচালক প্রমোদ কুমারকে (৫৯) গ্রেফতার করে।উভয়ের বাড়ি উত্তরপ্রদেশের কানপুরে। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনে একটি মামলা রুজু করেছে পুলিশ।ধৃতদের মঙ্গলবার জেলা আদালতে সোপর্দ করা হবে।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন জেলার পুলিশ সুপার অবিনাশ রাই, মহকুমা পুলিশ আধিকারিক বি জরিন পুুইয়া এবং ডিসিএম জিনিয়াস দেববর্মা। 

#Tripura #Cannabis#churaibari #police #JM


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *