ডেস্ক রিপোর্টার,৮ ডিসেম্বর।।
মায়ের বকুনি খেয়ে অপমানে আত্মহত্যা করলো দ্বাদশ শ্রেণীর এক স্কুল ছাত্র।নাম উত্তম দেবনাথ। বাড়ি রানির বাজারের মোহনপুর। সে ছিলো রানির বাজার শিশু নিকেতন স্কুলের ছাত্র। সোমবার নিজ বাড়িতেই আত্মহত্যা করেছে উত্তম।
মৃত স্কুল ছাত্রের বাবা জানিয়েছেন, মোবাইলের প্রতি উত্তমের আকর্ষণ ছিলো। তাকে বারবার বারণ করা হতো। সোমবার ছিলো তার পরীক্ষা। সকালে উত্তম জনিয়ে দেয়, সে পরীক্ষায় বসবে না। এরপর ঘরের মধ্যে তেমন কিছু হয় নি। কিন্তু আচমকা তার মায়ের অনুপস্থিতিতে ঘরের মধ্যেই আত্মহত্যা করে।
উত্তমের মৃত্যুতে ভেঙ্গে পড়েছে তার মা – বাবা। প্রতিবেশীদের ধারণা মোবাইল নিয়ে মায়ের সঙ্গে ঝামেলার জের ধরেই উত্তম আত্মহত্যা করেছে।

