ডেস্ক রিপোর্টার, ৮ জুন।।
“মুখ্যমন্ত্রীর বাসভবনে বসানো হলো বিদ্যুতের স্মার্ট মিটার। এরপর রাজ্যের মন্ত্রিসভার সব সদস্যের বাড়িতে লাগানো হবে স্মাট মিটার। এই প্রক্রিয়ার শেষে বিদ্যুৎ নিগমের ২৭০০ কর্মীর বাড়িতেও বসানো হবে স্মাট মিটার।”- বক্তা রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ। মঙ্গলবার স্মার্ট মিটার লাগানো হয়েছে বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথের বাড়িতেও।
মন্ত্রী রতন লাল নাথ জানিয়েছেন, গোটা রাজ্যে বিদ্যুৎ নিগমের ১০ লক্ষ গ্রাহক রয়েছে। তার মধ্যে ৯০ হাজার গ্রাহকদের বাড়িতে বসানো হয়েছে স্মার্ট মিটার। স্মার্ট মিটার গুলির উপর নজরদারি করার জন্য আলাদা অফিস তৈরি করা হয়েছে। আগামী কিছু দিনের মধ্যেই এই অফিস গুলি শুরু হবে।
বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথের বক্তব্য, এই স্মার্ট মিটার গ্রাহক বান্ধব। এখন থেকে অতিরিক্ত বিল আসার সম্ভাবনা থাকবে না। নিগম কর্তৃপক্ষ বিনা টাকাতেই স্মার্ট মিটার বসানোর কাজ শুরু করেছে। এখন গ্রাহকের দরজা বন্ধ থাকলে “ডোর ক্লোজ” আসবে না।কারণ এই সমস্ত বিল হয় অনুমান ভিত্তিক।এখন থেকে এই সমস্ত সমস্যা থেকে নিস্তার পাবে গ্রাহকরা।