ডেস্ক রিপোর্টার,১০ জুলাই।।
ইন্টিগ্রেটেড ইউথ অফ ত্রিপুরা সামাজিক সংস্থার উদ্যোগে কুঞ্জবন কুমারী টিলা এলাকায় প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে এক পের মা কে নাম বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। বৃহস্পতি বার সকালে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ৭ নম্বর ওয়ার্ডের কর্পোরেটের জয়া ধানুক। এছাড়া উপস্থিত ছিলেন ইন্ডিকেটর ইউথ অফ ত্রিপুরা সামাজিক সংস্থার সম্পাদক সত্যজিৎ নাহা, আইনজীবী সায়ন নাহা সহ ইন্টিগ্রেটেড ইউথ অফ ত্রিপুরার সভাপতি রঞ্জিত দে।
এদিন কুমারি টিলা এলাকায় গাছ লাগিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তাকে আরো বেশি করে জনসমাজে পৌঁছে দেওয়ার আহ্বান রাখলেন ইন্টিগ্রেটেড ইউথ অফ ত্রিপুরা কর্মকর্তা সহ নিগমের কর্পোরেটর জয়া ধানুক।
