তেলিয়ামুড়া ডেস্ক, ৮মে।।
বাজার শেষ করে আর বাড়ি ফেরা হলো না ৪৯ বছর বয়সী মহিলার। দ্রুতগামী বাইকের ধাক্কায় মৃত্যু হলো তার নাম মনি দাস দেববর্মা। ঘটনা বৃহস্পতিবার দুপুরে তেলিয়ামুড়া থানার হাওয়াই বাড়ি অসম – আগরতলা জাতীয় সড়কে।
মৃতা মনি দাস দেববর্মার ছেলে জানিয়েছে, এদিন তার মা বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন। বাজারও করেছেন। বাড়ি ফেরার পথে জাতীয় সড়কে একটি দ্রুত গতি সম্পন্ন বাইক নিয়ন্ত্রণ হারিয়ে তার মাকে ধাক্কা দেয়। বাইকের ধাক্কায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে মনি দাস দেববর্মাকে উপস্থিত লোকজন নিয়ে যায় তেলিয়ামুড়া হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় তেলিয়ামুড়া থানার পুলিশ। ঘাতক বাইকটিকে উদ্ধার করে নিয়ে যায়। ঘটনার পর পালিয়ে যায় চালক।
#tripura #teliamura #road #acedient #jm