তেলিয়ামুড়া ডেস্ক, ৭ডিসেম্বর।।
   তেলিয়ামুড়া শহরে ঘটল এক অদ্ভুত ধরনের চুরির ঘটনা! বৈদ্যুতিক গ্রিফ বা প্লাগ চুরি করে বিদ্যুৎ বিভ্রাট ঘটিয়ে এলাকাবাসীর ভোগান্তির কারণ হয়ে দাঁড়াল বিশালগড়ের পরিতোষ দেবনাথ নামের এক যুবক।শনিবার দিনভর  তেলিয়ামুড়ার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। 
প্রথমে সাধারণ ত্রুটি ভেবে বিষয়টি এড়িয়ে গেলেও, পরে দেখা যায় একাধিক বৈদ্যুতিক খুঁটির গ্রিফ বা প্লাগ  গায়েব!এই গ্রিফ গুলোর মধ্যে থাকা পিতলের অংশ চুরি করতেই মূলত এই অপকর্ম, এমনটাই জানিয়েছে বিদ্যুৎ দপ্তর।অবশেষে রবিবার সকালে দশমিঘাট রাজনগর এলাকায় স্থানীয় সচেতন নাগরিকরা পরিতোষ’কে হাতেনাতে ধরে ফেলেন। 
তাকে সঙ্গবদ্ধভাবে আটক করে উত্তম-মধ্যম দিয়ে খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানায় ও বিদ্যুৎ দপ্তরে। 
পরে পুলিশ এসে অভিযুক্ত’কে গ্রেফতার করে।
   এলাকাবাসীর দাবি, পরিতোষ একজন নেশাগ্রস্ত যুবক, এবং নেশার টাকা জোগাড় করতেই সে পিতলজাত ধাতব চুরির পথ বেছে নিয়েছে। 
চিনেমাটির তৈরি বৈদ্যুতিক গ্রিফে থাকা পিতল বিক্রি করেই সে অর্থ উপার্জনের চেষ্টা করছিল।এই ঘটনায় তেলিয়ামুড়া শহরে নিরাপত্তা ব্যাবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। 
       এই বিষয়ে তেলিয়ামুড়া বিদ্যুৎ দপ্তর ডিভিশন এক (১)-র জুনিয়র ইঞ্জিনিয়ার বিশ্বজিৎ বিশ্বাস জানিয়েছেন,, শনিবার থেকে তেলিয়ামুড়া শহরে রহস্যজনকভাবে বেশ কয়েকটি জায়গায় বৈদ্যুতিক গ্ৰিফ গায়েব হয়ে যাচ্ছিল। ফলে বিষয়টি তাদের নজরে এসেছে, তবে আশ্চর্যের বিষয় শনিবার তেলিয়ামুড়া থানার সামনে থাকা বিশালাকারের বৈদ্যুতিক ট্রান্সফরমারের দুটি গ্ৰিফ গায়েব হয়ে গিয়েছিল। এ বিষয়ে তেলিয়ামুড়া বিদ্যুৎ দপ্তর তেলিয়ামুড়া থানার ওসি জয়ন্ত দে’র  গোচরেও নিয়েছিল। শেষ পর্যন্ত রবিবার সকালে উন্মোচন হয় মূল ঘটনা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *