ডেস্ক রিপোর্টার,১লা সেপ্টেম্বর।।
আসন্ন শারদ উৎসবের প্রাক লগ্নে বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে খোয়াই জেলার পদ্ম বিল এলাকায় আন্দোলনে নামে মিড ডে মিল কর্মীরা।সোমবার সকালে মিড ডে মিল কর্মীরা আন্দোলনে নেমে তাদের ১০ দফা দাবী তুলে ধরে। মিড ডে মিল কর্মীরা জানান, তাদের বেতন ১৮০০ টাকা থেকে আরো বৃদ্ধি করার জন্য। শিক্ষা দপ্তরের যে সমস্ত স্কুল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেসব স্কুল গুলির মিড ডে মিল কর্মীদের অন্যত্র কাজের ব্যবস্থা করে দেওয়া।কর্মীদের মাসের বেতন মাসে দেওয়ার জন্য , তাদের ইপিএফ চালু করা সহ একাধিক দাবিতে সরব হয়। মিড ডে মিল কর্মীরা জানিয়েছেন, আগামী দুই সপ্তাহের মধ্যে দপ্তরের পক্ষ থেকে কোনো আশ্বাস না দিলে তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে।
