কৈলাসহর ডেস্ক,৬ ডিসেম্বর।।
বিভিন্ন সুদখোড় মাইক্রো ফিনান্স কোম্পানির ঋণ পরিশোধ করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন এক হতদরিদ্র দিনমজুর মহিলা। নাম অঞ্জনা মালাকার। তিনি গাছে ঢালে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। ঘটনা শুক্রবার রাতে। ঘটনাস্থল কৈলাসহরের গৌরনগর ব্লকের কাউলিকুড়া এলাকায়।
অঞ্জনা মালাকার চারটি মাইক্রো ফিনান্স কোম্পানি থেকে ঋণ নিয়েছেন। তার স্বামীর সহমতেই। কিন্তু তিনি নির্দিষ্ট সময়ে ঋণ পরিশোধ করতে পারছেন না ।স্বাভাবিক ভাবেই সংস্হার লোকজন ঋণ পরিশোধের জন্য চাপ সৃষ্টি করে অঞ্জনা দেবীকে। কিন্তু তিনি ছিলেন অসহায়। ঋণের চাপের কারনে কয়েকদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন অঞ্জনা মালাকার। শুক্রবার সন্ধ্যায় তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর রাতে আর বাড়িতে ফিরে আসে নি। সকালে বাড়ির পার্শ্ববর্তী একটি গাছের মধ্যে তার দেহ ঝুলতে দেখতে পাওয়া যায়।জানিয়েছেন মৃতা অঞ্জনার স্বামী পরিমল মালাকার।
সকালে খবর পেয়ে অঞ্জনার বাড়ীতে ছুটে আসে পুলিশ। তার ঝুলন্ত লাশ উদ্ধার করে নিয়ে যায় হাসপাতাল মর্গে। ময়না তদন্তের পর হাসপাতাল কর্তৃপক্ষ অঞ্জনার মৃতদেহ তুলে দেয় তার পরিবারের হাতে।

