স্পোর্টস ডেস্ক,৩০ জুলাই।।
উমাকান্ত মিনি স্টেডিয়ামে প্রথম ডিভিশন ফুটবল লিগের একটি উত্তেজনাপূর্ণ ম্যাচে বুধবার মুখোমুখি হয় রামকৃষ্ণ ক্লাব ও কল্যাণ সমিতি। ম্যাচের শুরু থেকেই মাঠে দাপট দেখাতে থাকে কল্যাণ সমিতি এবং শেষ পর্যন্ত একতরফা ম্যাচে ৪-১ গোলের ব্যবধানে রামকৃষ্ণ ক্লাবকে পরাজিত করে জয় ছিনিয়ে নেয়।
কল্যাণ সমিতির আক্রমণভাগ শুরু থেকেই ধারাবাহিকভাবে চাপ সৃষ্টি করে প্রতিপক্ষের রক্ষণভাগে। দলের হয়ে ভাল দুর্দান্ত পারফরম্যান্স করেন ওয়াই জিদাঙ্গ সিং। এবং নির্বাচিত হন “ম্যান অফ দ্য ম্যাচ” হিসেবে।
রামকৃষ্ণ ক্লাবের পক্ষ থেকে একমাত্র সান্ত্বনাসূচক গোলটি আসে দ্বিতীয়ার্ধে শেষদিকে। কিন্তু তা দলের পরাজয় ঠেকাতে পারেনি। পুরো ম্যাচে কল্যাণ সমিতির খেলোয়াড়রা যেভাবে একতাবদ্ধভাবে খেলে জয় ছিনিয়ে এনেছেন, তা দর্শকদের মন জয় করে নিয়েছে।
