স্পোর্টস ডেস্ক,২৩ ডিসেম্বর।।
কলকাতার যাদবপুরে অনুষ্ঠিত হবে সিতোরাও ক্যারাটে চ্যাম্পিয়নশিপ। ২৮ ডিসেম্বর। তাতে অংশ নেবে ত্রিপুরা। ত্রিপুরা স্পোর্টস ক্যারাটে সংস্থার পক্ষ থেকে চারজনের একটি দল পাঠানো হচ্ছে। ২৭ ডিসেম্বর কলকাতা যাচ্ছে খেলোয়াররা। এদিকে রাজ্য দলের খেলোয়ারদের অগ্রিম শুভেচ্ছা জানানো হয় সোমবার। ধলেশ্বর প্রান্তিক ক্লাবে। উপস্থিত ছিলেন রাজ্যের সংস্থার সচিব কৃষ্ণ সুত্রধর।

তিনি খেলোয়ারদের উৎসাহিত করেন। রাজ্য সংস্থার পক্ষ থেকে এদিন খেলোয়াড়দের হাতে ত্রিপুরার জার্সি তুলে দেওয়া হয়। ত্রিপুরা থেকে আসরে অংশ নেবে উদয় দে, শ্রেয়ঙ্ক দেববর্মা, অদ্রিজা দাস এবং অক্ষিতা মজুমদার। এ খবর জানিয়েছেন রাজ্য সংস্থার কোষাধ্যক্ষ দ্বীপ সূত্রধর। রাজ্য সংস্থার সচিব কৃষ্ণ সূত্রধর বিশ্বাস করেন, যে প্রস্তুতি নিয়ে খেলোয়াররা যাচ্ছে তাতে সাফল্য পাবেই।

