স্পোর্টস ডেস্ক,২৬ ডিসেম্বর।।
বিজয় হাজারে ট্রফি ক্রিকেটে দুর্দান্ত জয় ত্রিপুরার। হারিয়েছে পন্ডিচেরিকে। তাও সাত উইকেটের বড় ব্যবধানে। লীগ পর্যায়ের প্রথম ম্যাচে কেরালার কাছে ১৪৫ রানে হেরে দলের অবস্থান কিছুটা ব্যাক ফুটে ঠেকলেও দ্বিতীয় ম্যাচেই পন্ডিচেরিকে সাত উইকেটে হারিয়ে টিম ত্রিপুরা ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে। এই জয়ের ফলে বৃদ্ধি প্রাপ্ত মনোবল পরবর্তী ম্যাচগুলিতে কতটুকু প্রভাব বিস্তার করে তাই এখন দেখার বিষয়। আমেদাবাদে এডিএসএ রেলওয়েজ ক্রিকেট গ্রাউন্ডে, আজ শুক্রবার সকাল ৯ টায় ম্যাচ শুরুতে টস জিতে পন্ডিচেরি প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। ৪১.৩ ওভার খেলে ১৫০ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে জে. যাদব সর্বাধিক ৫১ রান পায়। এছাড়া, ভানু আনন্দের ৩০ রান কিছুটা উল্লেখ করার মতো। টিম ত্রিপুরার বোলার ভিকি সাহা ২৩ রানে এবং স্বপ্নিল সিং ৪৯ রানে তিনটি করে উইকেট পেয়েছেন। এছাড়া, মনিশঙ্কর মুরাসিং ও অভিজিৎ সরকার পেয়েছে একটি করে উইকেট। জবাবে ব্যাট করতে নেমে ৩২.৩ খেলে ৩ উইকেট হারিয়ে ত্রিপুরা দল জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। উদিয়ান বসুর দুর্দান্ত ৫৩ রান এবং বিজয় শংকরের অপরাজিত ৪৭ রান দলকে নিশ্চিত জয়ের লক্ষ্যে পৌঁছায়। উদিয়ান ৬১ বল খেলে চারটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৫৩ রান পায়। বিজয় ৬৩ বল খেলে ৪৭ রানে অপরাজিত ভূমিকায় দলকে জয় এনে দেয়। পন্ডিচেরির সাগর ওদেশি দুটি উইকেট পায় ১৬ রানের বিনিময়ে। দুর্দান্ত বোলিং এর স্বীকৃতি হিসেবে ত্রিপুরার ভিকি সাহা পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব।

