ডেস্ক রিপোর্টার,২৬ জুলাই।।
২৩-র বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পরিপাটি করে ঘর সাজানোর কাজ শুরু করে দিয়েছে শাসক দল বিজেপি মঙ্গলবার সকালেই রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সাংগঠনিক সচিব বি এল সন্তোষ। তিনি রাজ্যে এসে দলের সদর দপ্তরে দফায় দফায় বৈঠক করবেন। মন্ডল সভাপতি থেকে শুরু করে জেলা সভাপতি এবং রাজ্য কমিটির সদস্যদের সঙ্গে। তিনি বৈঠক করবেন দলের মন্ত্রী,বিধায়ক ও সাংসদদের সঙ্গে। প্রত্যেকের সঙ্গে তিনি পৃথক পৃথকভাবে মিলিত হবেন।কেন এই রুদ্ধদ্বার বৈঠক? বিজেপির সদর দপ্তর সূত্রের খবর, প্রতিটি বৈঠকে বি এল সন্তোষ দলের কার্যকর্তা থেকে শুরু করে মন্ত্রী,সাংসদ ও বিধায়কদের কাছ থেকে জানতে চাইবেন এই মুহূর্তে কাকে রাজ্য সভাপতি করলে দল দ্রুত গতিতে এগিয়ে যেতে পারবে। অর্থাৎ প্রদেশ বিজেপির পরবর্তী সভাপতি মনোনীত করতেই মূলত রাজ্য সফরে আসছেন বি এল সন্তোষ। খবর অনুযায়ী, বি এল সন্তোষের এই রাজ্য সফরে রাজ্য মন্ত্রিসভারও রদবদল হতে পারে।
বর্তমান দুইয়েক জন মন্ত্রী হারাতে পারেন তাদের চাকরি। পরিবর্তে রাজ্য মন্ত্রিসভায় আসতে পারেন নতুন মুখ। সব মিলিয়ে বি এল সন্তোষের একদিনের রাজ্য সফর প্রবেশ বিজেপির জন্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশারদরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *